খালিদ মুজতবা,ওয়েবডেস্কঃ
রানওয়েতে জরুরি অবতরণের সময়েই আগুন লেগে গেল বিমানে।রাশিয়ান যাত্রীবাহী বিমান এরোফ্লটের একটি সুখোই সুপারজেট বিমান রবিবার স্থানীয় সময় সন্ধে ৬টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে তড়িঘড়ি যাত্রী ও বিমানকর্মীদের নামিয়ে আনার চেষ্টা হয়।যদিও সবাইকে শেষপর্যন্ত বের করে আনা সম্ভব হয়নি ৷ আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷
বিমানে ছিলেন কেবিন ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ৭৮ জন।মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার সন্ধে ৬টা নাগাদ মুরমান্সক শহরের উদ্দেশে উড়ে যায়।প্রায় ওড়ার সঙ্গে সঙ্গেই বিপদ বুঝে এটিসি-কে জানান বিমানের পাইলট।
জরুরী অবতরণের সবুজ সঙ্কেত পেয়ে ওড়ার ১০ মিনিটের মধ্যেই ফিরে আসে বিমানটি।কিন্তু রানওয়েতে নামতেই বিমানের পিছনের অংশে আগুন লেগে যায় ৷ বিমানবন্দরে দমকল বাহিনী প্রস্তুত ছিল আগে থেকে।জরুরী অবতরণের পরেই শুরু হয় আগুন নেভানোর কাজ।কিন্তু সমস্ত যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।ভিতরে আগুনে পুড়ে এবং দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৪১ জন যাত্রীর ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584