মুক্তি পেল ‘৮/১২’র প্রথম গান বিনয় বাদল দীনেশ

0
187

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

গত ১৫ অগাস্ট ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পেল ‘৮/১২’ সিনেমার প্রথম গান ‘বিনয় বাদল দীনেশ’। সৌম্য ঋতের পরিচালনায় ও শিল্পী রূপম ইসলামের কণ্ঠে ইতিমধ্যেই গানটি জনপ্রিয় হয়ে উঠেছে।

Bengali movie
ছবি: সংগৃহীত

ভারতবর্ষের স্বাধীনতা অনেক রক্তক্ষয়ী সংগ্রামের এক মূল্যবান ফসল। এই গানের মধ্যে দিয়ে স্বাধীনতা ও দেশমাতার তিন বীর সন্তান বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত-র প্রতি শ্রদ্ধা জানিয়েছে টিম ‘৮/১২’।

Rupam Islam
রূপম ইসলাম

অরুণ রায়ের পরিচালনায় চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ‘৮/১২’। সিনেমাটি প্রযোজনা করছে কান সিং সোধা-র প্রযোজনা সংস্থা কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। গত ১৫ অগাস্ট বিপ্লবী বিনয় বাদল দীনেশ-এর স্বাধীনতা সংগ্রামের কথা স্মরণ করে তাঁদের শ্রদ্ধা জানাতে কেএসএস মিউজিকের নিবেদনেই মুক্তি পায় ‘৮/১২’ সিনেমার প্রথম গান ‘বিনয় বাদল দীনেশ’।

গানের বিষয়ে বলতে গিয়ে সঙ্গীতশিল্পী রূপম ইসলাম জানান, “দেশাত্মবোধক সঙ্গীত আমার খুবই পরিচিত ক্ষেত্র। আমার বাবা মা দুজনেই ছিলেন দেশাত্মবোধক সঙ্গীত ও গণ সঙ্গীত নির্মাতা। তাই এই ঘরানার গানের প্রতি আমার টান রয়েই গেছে। সৌম্য ঋত-এর সুর ও কথায় ‘৮/১২’ ছবির জন্য যে গান আমি গেয়েছি, তার অভিজ্ঞতা সত্যিই খুব আনন্দের।” এছাড়াও তিনি ধন্যবাদ জানিয়েছেন এই সিনেমার প্রযোজক কান সিং সোধা, তাঁর প্রযোজনা সংস্থা কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ও কেএসএস মিউজিককে। শেষে ‘৮/১২’ ছবির সম্পূর্ণ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন রূপম ইসলাম।

KSS
বাঁ দিক থেকে রেমো, অর্ণ মুখোপাধ্যায় ও কিঞ্জল নন্দ

‘বিনয় বাদল দীনেশ’ গানের সঙ্গীত পরিচালক সৌম্য ঋত বললেন, “১৫ ই অগাস্টে মুক্তি পেল ‘৮/১২’ ছবির প্রথম গান। রূপম ইসলামের কণ্ঠে, আমার সুর করা এবং লেখা এই গান আসলে দেশ ও বিনয় বাদল, দীনেশ এর মতো অমর বিপ্লবীদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। এই গানের সুর রক মিউজিক এবং প্যারেড ঘরানার সঙ্গীতের এক আশ্চর্য মিশ্রণ। আমি ধন্যবাদ জানাই প্রযোজক কান সিং সোধা এবং পরিচালক অরুণ রায় কে, আমার উপর ভরসা রেখে স্বাধীন ভাবে এই গান আমায় তৈরী করতে দেওয়ার জন্য।” বক্তব্য এখানেই শেষ করেননি সৌম ঋত। এই গানটি পরিচালনা করার সুযোগ দেওয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন গোটা মিউজিকাল টিম এবং তাঁর অনুপ্রেরণা রূপম ইসলামকে। সঙ্গীত পরিচালক সৌম্য ঋত আরও বলেন, গানটির কথা ও সুর তাঁর হলেও রূপম ইসলামের কণ্ঠের যাদুতে এই গান যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

Sankar Debnath
শঙ্কর দেবনাথ

আরও পড়ুনঃ ফুডফেস্টে বাহামণি

১৯৩০ সালে ৮ ডিসেম্বর তিন স্বাধীনতা সংগ্রামী বিনয়-বাদল-দীনেশ তাঁদের অসমসাহসীক রাইটার্স অভিযান চালিয়েছিলেন অত্যাচারী ব্রিটিশ শাসক সিম্পসন-এর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য। এই তিন বিপ্লবীর অনুপ্রেরণাতেই তৈরি হচ্ছে অরুণষরায় পরিচালিত ‘৮/১২’। আর সেই অনুপ্রেরণার কথা মাথায় রেখেই স্বাধীনতা দিবসের দিন ‘৮/১২’ ছবির প্রথম গান নিয়ে এসেছেন বলে জানান প্রযোজক কান সিং সোধা। এই গানের মধ্যে দিয়ে শ্রোতা দর্শকের হৃদয়ে পৌঁছে দিতে চেষ্টা করেছে টিম ‘৮/১২’। এমনটাই জানালেন পরিচালক অরুণ রায়। এই সিনেমার পরিচালক ও প্রযোজক দু’জনেরই বিশ্বাস, ‘৮/১২’ সিনেমাটি সমস্ত ভারতবাসীর আবেগকে ছুঁয়ে যাবে একই সঙ্গে সিনেমাপ্রেমী সব মানুষের কাছে অত্যন্ত মূল্যবান এক দলিল হয়ে থাকবে।

আরও পড়ুনঃ ‘জন্মদিনে সেরা উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’, জানালেন শ্রাবন্তী

Swasata Chatterjee
শাশ্বত চট্টোপাধ্যায়, অভিনেতা

চলতি বছরের ডিসেম্বর মাসেই এই সিনেমার মুক্তির কথা ভাবছেন তাঁরা। সেইমতো চলছে ছবির শুটিং। ছবিতে বিনয় বসুর চরিত্রে অভিনয় করছেন কিঞ্জল নন্দ, বাদল গুপ্ত-র ভূমিকায় দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কে এবং দীনেশ গুপ্ত’র চরিত্রে রয়েছেন রেমো। এছাড়াও ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, দেবরাজ মুখোপাধ্যায় ও শঙ্কর দেবনাথ সহ আরও অনেককে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here