সুদীপ পাল, বর্ধমানঃ
আদিবাসী সম্প্রদায়ের সাঁওতালি ভাষী মানুষরা ‘বিজয় দিবস’ হিসেবে পালিত করে ২২ ডিসেম্বর দিনটিকে। পূর্ব বর্ধমানে এই প্রথম আদিবাসী বইমেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সরকারি উদ্যোগে আয়োজিত বইমেলাতে আদিবাসীদের স্টল আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ বুলবুলে ক্ষতিগ্রস্ত সুন্দরবনবাসীদের সাহায্যার্থে স্বেচ্ছাসেবী সংগঠন
কিন্তু ২২ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে কেন পালন করা হয় তা জানতে চাওয়ায় বইমেলায় আগত এক যুবক বলেন, ২০০৩ সালের ২২ ডিসেম্বর সাঁওতালি ভাষাকে ভারতের ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত করা হয়। আদিবাসীদের আন্দোলনের ফলে সাঁওতালি ভাষা স্বীকৃতি পেয়েছিল। তাই এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়।
জানা গেছে, বর্তমানে বর্ধমান বিদ্যার্থী ভবন হাই স্কুলে জেলা বইমেলা চলছে। বর্ধমান জেলা জাহেরের উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহযোগিতায় বিজয় দিবস উপলক্ষে এই মেলার আয়োজন। মেলার সূচনা করেছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584