সীমান্তে অবৈধ ভাবে ইলিশ মাছ ধরায় আটক মৎস্যজীবী

0
98

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ভুল করে জিরো পয়েন্টে ঢুকে যাওয়ায় তিনজনকে আটক করল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বাহিনী। ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জলঙ্গি থানার কাকমারি চরে।

fisherman arrested for illegal fishing | newsfront.co
বাংলাদেশ পুলিশের হাতে ধৃত প্রণব মন্ডল। সংবাদ চিত্র

তিন ব্যক্তি একসঙ্গে মাছ ধরতে যান কাকমারি চরে। এমন অবস্থায় তারা জিরো পয়েন্ট ঘুরে বাংলাদেশ সীমান্তের ভিতরে পৌঁছে যান।

সেখানে তাঁদের তিনজনকে প্রথমে আটক করেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী। পরে দুজনকে ছেড়ে দেওয়া হয়। অবশ্য ছাড়ার সময় দুজনকে বলা হয় তাঁরা যেন ভারতীয় বিএসএফ আধিকারিককে সঙ্গে নিয়ে আসেন যাতে অপর একজনকে ফেরত নিয়ে যেতে পারেন।

ঠিক সেই মতই তাঁরা একজন হেড কনস্টেবল সহ ৫ বিএসএফ জওয়ান নিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর কাছে পৌঁছায়। সেখানেই ব্যবস্থা করা হয় ফ্ল্যাগ মিটিং এর।

আরও পড়ুনঃ সমুদ্র স্নানে নেমে হৃদরোগে আক্রান্ত পর্যটক

মিটিং চলাকালীন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ঘিরে নেন এবং ফায়ারিং শুরু করেন। সেখান থেকে কোনরকমে ফিরে আসলেও সেই গোলাগুলিতে মৃত্যু হয় হেড কনস্টেবল এর। আহত হন অপর এক বিএসএফ জওয়ান।

এই ঘটনার পরে দুই দেশের সীমান্তে এক উত্তেজনা সৃষ্টি হয়। যদিও বা পুনরায় অনেকবারই ফ্ল্যাগ মিটিং করেন সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ আধিকারিকগণ, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি সেই মৎস্যজীবীর দেশে ফেরার বিষয়ে।
যদিও বাংলাদেশের এক সূত্র মারফত জানা যায়, ভারতীয় মৎস্যজীবী প্রণব মন্ডলকে গতকাল বাংলাদেশের চরগেট মডেল থানার হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী। আজ তাঁকে বাংলাদেশের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশে ঢুকে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকার পরেও অবৈধভাবে ইলিশ মাছ ধরার অপরাধে প্রণব মন্ডলকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আটক করেছে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here