নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার শংকরপুর মৎস্য বন্দর বন্ধের মুখে। তার জেরে ২০ নভেম্বর রামনগরে অবস্থান অবরোধ আন্দোলনের হুঁশিয়ারি সমস্ত মৎসজীবীদের।
পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোহনা থেকে ট্রলার প্রবেশ বের করে সেই মোহনার মুখে চরা পড়ে যাওয়ায় মাছ বোঝাই ট্রলার ঢুকতে পারছে না। কখনও কখনও ট্রলার চরাতে ধাক্কা লেগে ডুবে যাচ্ছে। এতে ক্ষতি হচ্ছে ট্রলারের।
ফলত বেশির ভাগ ট্রলার হয় পেটুয়া নয়ত উড়িষ্যাতে বিভিন্ন বন্দরে চলে যাচ্ছে, যার জন্য শংকরপুর বন্দরের সঙ্গে যারা যুক্ত ছিল তারা বেশিরভাগই এখন বেকার।
লোডিং-আনলোডিং-সহ বিভিন্ন কাজে যারা যুক্ত ছিল তাঁদের হাতেও কাজ নেই আর। অন্যদিকে দীঘা মোহনায় যে মৎস্য নিলাম কেন্দ্র আছে, সেখানেও মাছের যোগান কম হচ্ছে। দূরের বন্দর থেকে গাড়ি করে মাছ আনতে হচ্ছে, ফলত মাছের মূল্য বেড়ে যাচ্ছে। মৎসজীবীরা বহু জায়গাতে এ বিষয়ে লিখিত ভাবে আর্জি জানিয়েও কোনও সুরাহা হয়নি তাদের।
আরও পড়ুনঃ সাঁওতালি টিচার ট্রেনিং চালুর দাবিতে জেলা জুড়ে অনিদির্ষ্টকালের পথ অবরোধ
এরই প্রতিবাদে শঙ্করপুর ফিশার মেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগ এ সমস্ত মৎসজীবী ও মৎস্যজীবীদের পরিবারকে নিয়ে ২০ নভেম্বর রামনগরে দীঘা নন্দকুমার জাতীয় সড়ক ১১৬ বি অবরোধ করার ডাক দেওয়া হয়েছে।
যতক্ষণ না মৎসজীবীদের দাবি মানা হচ্ছে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবে। কয়েক হাজার মৎসজীবী এই অবস্থান অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন রামনগরের প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়ক। তিনি জানিয়েছেন এবারে বিডিও, জেলাশাসক, মন্ত্রীদের জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় পথে নামতে বাধ্য হচ্ছে তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584