এবারের বন‍্যা কি ১৯৭৮ সালকেও ছাপিয়ে যাচ্ছে?

0
504

নিজস্ব প্রতিবেদক, নিউজফ্রন্ট:

হুগলী,পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বর্ধমানের জামালপুরের ১২টি গ্রাম জলের তলায়। হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে।

এদিকে বীরভূমের লাভপুরের কয়কেশো পরিবার জলবন্দি। প্রত্যন্ত গ্রামগুলিতে ত্রাণ পৌঁছতে খুবই অসুবিধা হচ্ছে । তবে জল কিছুটা নামতেই শুরু হয়েছে সাপের উপদ্রব। হুগলির খানাকুলে নৌকা ডুবে মৃত্যু হয়েছে এক মহিলার। ২৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে য়ায়। বাকিদের খোঁজ চলছে। হুগলির আরামবাগে বিয়েবাড়িতে ঢুকে পড়েছে জল।

আরামবাগ বাস স্ট‍্যান্ড।

যা অবস্থা তাতে বিয়ে পণ্ড হওয়ার উপক্রম হয়েছে। জলবন্দিদের উদ্ধারে নেমেছে এনডিআরএফও।

১৯৭৮ সালের পর এমন ভয়াবহ অবস্থা হয়নি-এরকম ও মত অনেকের। নবান্ন সূত্রে খবর, রাজ্যের ২০৭টি ত্রাণ শিবিরে প্রায় ৪৫ হাজার দুর্গত রয়েছেন।

পান্চেত ড‍্যাম।

ঝাড়খণ্ডে অবিরাম বৃষ্টির জেরে ব্যারেজগুলি এক নাগাড়ে জল ছাড়তে থাকায় বিপদ কমার এখনও কোনও ইঙ্গিত নেই ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here