কুয়াশার চাদরে মোড়া দিনহাটা

0
191

অমৃতা চন্দ, কোচবিহারঃ

পৌষের প্রথমেই ঘন কুয়াশা ও হাওয়ার পাশাপাশি শীত জাঁকিয়ে বসলো। গত কয়েকদিন থেকেই ঠান্ডার প্রকোপ ও হাওয়ার ফলে ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে কোথাও কোথাও দেখা গেল আগুনের কুন্ডলী জ্বালাতে। ঘন কুয়াশার পাশাপাশি সমান তালে চলে শীতের প্রকোপ।

the fog in dinhata | newsfront.co
নিজস্ব চিত্র

সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে পড়ে দিনহাটা। ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে এদিন দিনহাটা শহরের নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদন চত্বরে বিভিন্ন বয়সের মানুষ আগুন জ্বালিয়ে ঠান্ডা কিছুটা হলেও উপশম করতে।

তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কাটলেও ঠান্ডার প্রকোপ কমেনি। এই ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে কোথাও কোথাও দেখা যায় আগুনের কুন্ডলী জ্বালাতে। শহরবাসীর অনেকে বলেন সাময়িক স্বস্তির জন্যই আগুন জালান তারা।

the fog in dinhata | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কুয়াশায় ঢাকা ডুয়ার্সের সকাল, হেডলাইটের আলোয় চলছে গাড়ি

দিনহাটা শহরের সদন চত্বরে এদিন আগুনের কুন্ডলী জ্বালিয়ে আগুন পোহাতে পোহাতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের আবেদ আলী, প্রবীর পাল, সমীর চক্রবর্তী প্রমূখ বলেন পৌষের প্রথম দিনেই যেভাবে ঠান্ডা শুরু হলো তাতে আগামী কয়দিন হয়তো ঠান্ডা আরো বেশি পড়বে।

এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী কয়েক দিন ঠান্ডা কিছুটা হলেও বাড়বে। এদিকে বড়দিনের আগে এই ঠাণ্ডা অনেকের কাছেই উপভোগ্য হয়ে উঠেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here