The Fog – রহস্যময়তায় ঘেরা একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি

0
139

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সোম ও তার স্ত্রী অর্না, কয়েক দিনের ছুটি কাটাতে যায় শান্তিনিকেতনে। দাম্পত্যে জমে থাকা ধুলোগুলোকে মুছে, মলিনতা কাটিয়ে ওঠার জন্য তাদের বহু প্রতীক্ষিত একটি ‘ছুটি’। কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল অন্য কিছু।

The Fog
The Fog ছবির পোস্টার

ছুটি কাটাতে গিয়ে বেশ কিছু অলৌকিক ঘটনার সম্মুখীন হন অর্না। এবং এই ঘটনাপ্রবাহ তাঁকে নিয়ে যায় অদ্ভুত এক মানসিক পর্যায়ে, যেখান থেকে অর্নাকে ফেরানো প্রায় অসম্ভব হয়ে যায়। কিন্তু এখান থেকেই ঘটনাগুলির চিত্র এমনভাবে পরিবর্তন হতে থাকে, যে গল্পের প্রেক্ষাপট পাল্টে যায় দর্শকের কাছে।
ছবির নামের সঙ্গে মিল রেখে সত্যিই এই ছবির কাহিনী আগাগোড়া কুয়াশায় আবৃত। আলো আঁধারি রহস্যময়তায় চিত্রিত এই স্বল্পদৈর্ঘ্যের ছবি আজকের অস্থির সময়ের এক জ্বলন্ত দলিল।

Shortfilm

আঙ্গিকের দিক থেকে এই ছবি কিন্তু আদৌ গম্ভীর মেজাজের নয়। ছবির প্রতিটি দৃশ্যে রয়েছে নানান চাঞ্চল্যকর মোড়। ছবির গল্প কখনো কৌতূহল উদ্দীপক, কখনও ভয়ানক, আবার কখনওবা বিভৎস রসে সিক্ত। আবার একই সঙ্গে কোথাও কোথাও উজ্জ্বল রোম্যান্টিকতায় ভরা। সামগ্রিক বিচারে, এই ছবি না দেখলে অতৃপ্ত থাকতে হয়।

Tapasi Roy
The Fog ছবির পরিচালক তাপসী রায়

তাপসী রায় পরিচালিত The Fog ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে Hippiix ott platform এ। The Fog ছাড়াও তাপসী রায়ের আরও বেশ কিছু ছবি যেমন কফিন, bkc, অপুর সতিকথা, এবং রঞ্জন ইতিমধ্যেই প্রদর্শিত হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। তাছাড়া বেশ কিছু পরবর্তী নতুন ছবি তৈরী করতে ভীষণ ভাবে উদগ্রীব তাপসী। The Fog ছবির চিত্রগ্রাহক কিরনজিৎ দাস এবং কার্যনির্বাহী প্রযোজক সুমনা দেবনাথ। ছবিতে অভিনয় করেছেন সম্রাট মুখার্জী, মোহুয়া, প্রিয়া, মোহর, সৌভিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here