নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
জয়গাও সোনা পাচার কান্ডে ধৃত তিন পুলিশ আধিকারিকসহ দুই সেনা জওয়ানের তিন-দফায় ২০ দিন পুলিশ হেপাজতের পর আজ নতুন করে আদালতে তোলা হয় অভিযুক্তদের। অভিযুক্তদের জামিন আবেদন খারিজ হয় এদিনও। তবে, সরকারি আইনজীবির আবেদনাসুরে দুর্নীতি সংক্রান্ত এই মামলা আলিপুরদুয়ার এ.সি.যে.এম . ২ থেকে জলপাইগুড়ি বিশেষ আদালতে স্থানান্তরিত করার আদেশ দেন আদালত।
আলিপুরদুয়ারে এই বিশেষ আদালত না থাকায় আগামীকাল অভিযুক্তদের জলপাইগুড়ি বিশেষ আদালতে তোলা হবে বলে জানান, সরকারি আইনজীবী এইচ. টুটুং ।
উল্লেখ্য, গত ১৪-ই সেপ্টেম্বর পাচার হওয়া সোনার বিস্কুট উদ্ধার করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয় জয়গাঁর এসডিপিও অনিরুদ্ধ ঠাকুর, বারোবিশা ফাড়ির ওসি কমলেন্দু নারায়ণ, হাসিমারা ফাড়ির সাব ইন্সপেক্টর সত্যেন্দ্রনাথ রায়। গ্রেফতার হয় দুই সেনা কর্মীও। তিন ধাপে মোট ২০ দিন পুলিশ হেফাজতের পর আজ আবার তাদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হলে এসিজেএম-২ আদালত বিশেষ আদালতে এই মামলা পেশ করার নির্দেশ দেন।
আরও পড়ুনঃ ষোল ভরি সোনার গহনা সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584