রাজনৈতিক উষ্ণতাও ফিকে দিল্লি-কলকাতার ঠান্ডায়

0
44

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

বৃহস্পতিবার মৌসম ভবন জানিয়েছে, দিল্লিতে ১১৮ বছর পরে এরকম হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। শোনা যাচ্ছে, রাজধানীর শীতলতম ডিসেম্বর এটি বাকি কয়েক বছরের হিসাবের নিরীখে।

fogged area delhi and kolkata | newsfront.co
কলকাতা(উপরে) ও দিল্লির(নীচে) কুয়াশা ভরা রাস্তা। চিত্র সৌজন্যঃ এনডিটিভি ও এএনআই

দেশ জুড়ে চলা সিএএ-এনআরসি-র রাজনৈতিক আগুনও ফ্যাকাসে হয়ে পড়েছে এই ঠান্ডার কাছে।    আবহাওয়াবিদদের দাবি, ১৯১৯, ১৯২৯, ১৯৬১, ১৯৯৭–এই চার বছর দিল্লিতে তাপমাত্রা নেমেছিল ২০ ডিগ্রির নীচে। বাকি বছরগুলিতে তাপমাত্রা তুলনামূলক বেশিই ছিল।

আরও পড়ুনঃ এনআরসি-সিএএ-র প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পঞ্চম পদযাত্রা

তবে এই দৌড়ে পিছিয়ে নেই কলকাতাও। গতকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের দরুণ পারদ নেমে একেবারে নীচের দিকে। বড়দিনের দিন অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও আকাশ ছিল আংশিক মেঘলা, কারণ গতকাল ছিল সূর্যগ্রহণ। তবে এই আবহাওয়া বড়দিনের ছুটিতে যে কোনও বাধ সাজেনি তা বলা বাহুল্য।

জানা গেছে, এ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। সাথে হাল্কা ঝিরিঝিরি বৃষ্টি ও মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ৮- এর কাছাকাছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here