আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতায় খেলতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল জেলা টিম

0
65

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টসঅ্যাসোসিয়েশনের পরিচালনায় ও ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়ার ফুটবল টুর্নামেন্ট ২০১৮-১৯ এর ব্যবস্থাপনায় চুঁচুড়া শহরে ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়র ফুটবল টুর্নামেন্ট খেলতে রবিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিল রায়গঞ্জ থেকে কলকাতা –চিৎপুর সন্ধ্যার এক্সপ্রেস ট্রেনে।এমনটাই জানালেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক মিহির দাশ।

football team going to kolkata | newsfront.co
জেলা সিনিয়ার ফুটবল দল।নিজস্ব চিত্র

মিহির বাবু বলেন উত্তর দিনাজপুর জেলা থেকে যে সমস্ত খেলোয়ারগন কলকাতায় খেলতে গেলেন তাদের মধ্যে আছেন শুভঙ্কর বর্মন,বিমান আমিন,প্রবীর সরকার,সুমন মন্ডল,নবীন রায়,রামপ্রসাদ কুন্ডু,সঞ্জয় জৈন,বিপুল জোয়ারদার,মদন সোরেন,বিশ্বনাথ হাসদা,শুভঙ্কর নাগবংশী,মহম্মদ সফিউল্লাহ,রাজীব ঘোষ,বিপিন নাগবংশী,রাজু হেমব্রম, মহেশ টুডু,সৌগত রায়,মিলন মুর্মূ,গৌরব শা এবং সুব্রত সরকার।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে খো খো প্রতিযোগিতার আয়োজন

উত্তর দিনাজপুর জেলার খেলোয়াড়দের টিম ম্যানেজারের দায়িত্ব নিয়ে গেলেন সুরজিৎ ঘোষ এবং কোচ হিসেবে দলের সাথে গেলেন মনোজ সাহা।

উত্তর দিনাজপুর জেলা দলের টিম ম্যানেজার মনোজ সাহা বলেন আগামী কাল অর্থাৎ সোমবার চুঁচুড়ায় উত্তর দিনাজপুর জেলার বিরুদ্ধে খেলতে মাঠে নামবে দক্ষিণ ২৪ পরগনা দল।উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক মিহির দাশ বলেন তার দৃঢ় বিশ্বাস আগামী কালকের খেলায় উত্তর দিনাজপুর জেলা দল জয়ী হবে।এদিন মোট ২০ জনের দলের সাথে একজন ম্যানেজার ও একজন কোচ রওনা দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here