নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলে টিকরবাড়িয়া নিউ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় একটি নক-আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয় টিকর্বারিয়া কেএন হাই স্কুল মাঠে। আজ ছিল তার ফাইনাল ম্যাচ।
ফাইনালে অংশগ্রহণকারী দলদুটি হল ডোমকল ডিলার অ্যাসোসিয়েশন ও জামশেদপুর ফ্রেন্ডস ক্লাব।
খেলা টাইব্রেকার এর মধ্য দিয়ে শেষ হয়। তবে ফাইনাল রাউন্ডে ঘরের মাঠে ডোমকল ডিলার অ্যাসোসিয়েশন উইনার হয়। রানার্স আপ হয় জামশেদপুর ফ্রেন্ডস ক্লাব।
আরও পড়ুনঃ
এ দিন এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে নগদ দশ হাজার টাকা-সহ একটি স্মৃতি কাপ দেওয়া হয়।
রানার্স আপ এর জন্য নগদ সাত হাজার টাকা ও সঙ্গে স্মৃতি কাপ তুলে দেন ক্লাবের সদস্যরা।
তবে এ দিন খেলা প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। দূরদূরান্ত থেকে খেলা প্রেমীরা দুপুর থেকে ভিড় জমিয়েছিল মাঠের চারপাশে। শ্রোতাদের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোঃ আরিফ বিল্লাহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584