জলঙ্গীতে নক-আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন

0
64

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

football tournament in jalangi | newsfront.co
বিজয়ীদের হাতে কাপ তুলে দিচ্ছেন ক্লাব সদস্যরা৷ নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলে টিকরবাড়িয়া নিউ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় একটি নক-আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয় টিকর্বারিয়া কেএন হাই স্কুল মাঠে। আজ ছিল তার ফাইনাল ম্যাচ।

the football tournament in jalangi | newsfront.co
নক-আউট টুর্নামেন্ট। নিজস্ব চিত্র

ফাইনালে অংশগ্রহণকারী দলদুটি হল ডোমকল ডিলার অ্যাসোসিয়েশন ও জামশেদপুর ফ্রেন্ডস ক্লাব।
খেলা টাইব্রেকার এর মধ্য দিয়ে শেষ হয়। তবে ফাইনাল রাউন্ডে ঘরের মাঠে ডোমকল ডিলার অ্যাসোসিয়েশন উইনার হয়। রানার্স আপ হয় জামশেদপুর ফ্রেন্ডস ক্লাব।

the football tournament in jalangi | newsfront.co
খেলা প্রেমীদের ভিড়৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ

এ দিন এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে নগদ দশ হাজার টাকা-সহ একটি স্মৃতি কাপ দেওয়া হয়।
রানার্স আপ এর জন্য নগদ সাত হাজার টাকা ও সঙ্গে স্মৃতি কাপ তুলে দেন ক্লাবের সদস্যরা।

তবে এ দিন খেলা প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। দূরদূরান্ত থেকে খেলা প্রেমীরা দুপুর থেকে ভিড় জমিয়েছিল মাঠের চারপাশে। শ্রোতাদের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোঃ আরিফ বিল্লাহ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here