নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
দেশের মধ্যে এবং বাইরে যখন ক্যাব নিয়ে তুমুল তর্ক-বিতর্ক চলছে, তখন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিদেশ বিষয়ক মন্ত্রী ডাঃ একে আবদুল মোমিনের একটি বক্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেল।
বিদেশ মন্ত্রী বলেছেন, “ভারতের অভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে। তাদের নিজেদের মধ্যে লড়াই করতে দিন। আমাদের তা কোনও ভাবে বিরক্ত না করলেই হল। বন্ধুত্বপূর্ণ দেশ হিসাবে আমরা আশা রাখি যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রভাবিত করে এমন কিছু ভারত করবে না।”
Dr AK Abdul Momen, Bangladesh Min of Foreign Affairs says,“There are a very few countries where communal harmony is as good as in Bangladesh. If he (Home Min Amit Shah) stayed in Bangladesh for few months, he would see exemplary communal harmony in our country": Bangladesh media pic.twitter.com/TGpTDeYahu
— ANI (@ANI) December 12, 2019
Minister of Foreign Affairs of Bangladesh says,"They (India) have many problems within their country. Let them fight among themselves. That does not bother us. As a friendly country, we hope that India will not do something that affects our friendly relationship":Bangladesh media https://t.co/a0QiZ1V0gk
— ANI (@ANI) December 12, 2019
আরও পড়ুনঃ গ্রেটার মুকুটে ‘টাইম পার্সন অফ দি ইয়ার’ খেতাব
তিনি আরও বলেছেন, পৃথিবীতে খুব কম দেশ আছে, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মতো ভাল। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে কিছুদিন থাকলে আমাদের আদর্শগত সাম্প্রদায়িক-সম্প্রীতি সম্পর্কে একটা ধারণা পেতেন। মোমিনের এই কথায় বাংলাদেশ সংবাদমাধ্যমের কাছে এটি যেমন সারা ফেলেছে, সেরকম ভারতেও এই নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584