শ্যামল রায়,পূর্বস্থলীঃ
বুধবার থেকে চার দিনের মিলন মেলা শুরু হল পূর্বস্থলীর বুড়ো মা মন্দির প্রাঙ্গণে।
প্রায় ৫০০ বছরের অধিক প্রাচীন বুড়ো মা মন্দিরে সপ্তম বর্ষ মিলন মেলা উপলক্ষ্যে এদিন সকালে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় মন্দির প্রাঙ্গণ থেকে।এরপর শোভাযাত্রাটি বৈদিক পাড়া থেকে পলাশ পুলি পূর্বস্থলী থানার মাঠ হয়ে কাস্ট শালি গঙ্গার ঘাটে গঙ্গা বারি আনয়নে যায়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন বুড়ো মা মন্দির পরিচালনা কমিটির সম্পাদক বিশ্বনাথ মুখোপাধ্যায় সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।সম্পাদক বিশ্বনাথ মুখোপাধ্যায় জানান যে, “মিলন মেলা উপলক্ষ্যে চারদিন ধরে কবি গান করবে জয় গুরু সম্প্রদায় এবং সাহোড়া রায়বেঁশে যুব গোষ্ঠী সমবেত লোক নৃত্য, শ্রী শ্রী নবগ্রহ বিষ্ণুর সহস্রনাম,যজ্ঞ বাউল গান, শ্রী শ্রী মা চন্ডী যজ্ঞ হবে।এছাড়াও যাত্রা অনুষ্ঠান মহাতীর্থ কালীঘাট আয়োজিত হবে এর নির্দেশনায় আছেন গৌতম রায়।এছাড়াও মায়ের বিশেষ পূজা শ্রী শ্রী বগলামুখী শান্তিযজ্ঞ হবে।শেষদিন লীলা কীর্তন পরিবেশিত হবে।”
আরও পড়ুনঃ কর্নসুবর্ণে তুরকুন তলার মেলা
আরো জানা গিয়েছে যে এই প্রথম বার বাংলাদেশেও বুড়ো মা মন্দিরের এক ভক্ত মিলন মেলার সূচনা করেছেন।মনোবাসনা পূর্ণ হয়েছে বলেই তিনি এই মিলন মেলার শুভ সূচনা করেছেন।এদিন কার মিলন মেলার শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান পঙ্কজ বন্দ্যোপাধ্যায় এবং এলাকার বিশিষ্ট জনেরা।
বুড়ো মা মন্দিরের তরফ থেকে আরাধনা নামে একটি পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি প্রণতি নাথ।বুড়ো মায়ের ইতিহাস সম্পর্কে বিস্তারিত ভাবে ভক্তদের সামনে তুলে ধরেন পুরোহিত এবং একনিষ্ঠ কর্মী কড়িদা নামে পরিচিত বিশ্বনাথ মুখোপাধ্যায।বুড়ো মায়ের মিলন মেলা উপলক্ষ্যে বুধবার কয়েক হাজার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হয়।নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে চার দিনব্যাপী অনুষ্ঠান হবে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584