লটারির নাম করে লোক ঠকাল ভুয়ো সংস্থা

0
70

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

জালিয়াতি চক্রের ফাঁদে ডুবল ২৫ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত বুধিজোড় গ্রামের বাসিন্দা হরিপদ দাসের সাথে।

fraud lottery company | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগ গত ৫ বছর আগে হরিপদ দাস একটি নাম করা সংবাদ পত্রিকায় নিজের শরীরের রোগ নিরাময়ের বিজ্ঞাপন দেখে ওই সংস্থা থেকে ওষুধ কেনেন। আর এই ওষুধটি আসে তাঁর বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে। অবশ্য তারপর থেকে আর ওই সংস্থার সাথে হরিপদ বাবুর কোনও যোগাযোগ ছিল না বলেই জানান তিনি।

এখানেই শেষ নয় ঘটনা। তাঁর আরও অভিযোগ ওই সংস্থা থেকে আচমকা ১৭.০৯.২০১৯ তারিখে একটি ফোন আসে। সেখান থেকে তাঁকে জানানো হয় উনি ২ লক্ষ ৭৫ হাজার টাকা লটারির মাধ্যমে জিতেছেন। আর ঐ টাকা পেতে হলে তাদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে ৪২০০০/- টাকা দিতে হবে।

fraud lottery company | newsfront.co
হরিপদ দাস। নিজস্ব চিত্র

সংস্থার কথা মতো ৪২০০০/-টাকা দফায় দফায় ২৫৪৫০/- জমা করেন হরিপদ দাস। তারপরেও ওই সংস্থা থেকে আরও ১৫ হাজার টাকা পাঠাতে বলে বারবার ফোন করে চাপ দেওয়া হয়।

আরও পড়ুনঃ বিজেপির সাংগঠনিক সভায় তৃণমূলকে কটাক্ষ মুকুলের

কিন্তু তিনি কোনও টাকাই পাননি বলে অভিযোগ হরিপদ দাসের। পরবর্তীতে জালিয়াতির ফাঁদ বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন হরিপদ বাবু। পটাশপুর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁকে তমলুক সাইবার ক্রাইম থানায় পাঠিয়ে দেন।

ইতিমধ্যে তমলুক সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন হরিপদ দাস। অবশ্য এই অভিযোগের বিষয় নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি পুলিশের পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here