সুদীপ পাল, বর্ধমানঃ
দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হল গলসির ঢোলাগ্রাম। গ্রাম দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর এই ঘটনা বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। দু’পক্ষের মধ্যে বাঁশ, লাঠি নিয়ে মারামারি হয় অভিযোগ গুলিও চলে।
যদিও গুলি চলার ঘটনা মানতে চায়নি পুলিশ। তৃণমূল নেতৃত্বের দাবি গ্রাম্য বিবাদের জেরে এই অশান্তি। রাজনীতির কোনো যোগাযোগ নেই।
জানা যায়, গলসি ১ ব্লকের লোয়া-রামগোপাল পঞ্চায়েতের উপপ্রধান হাকিম মল্লিকের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা হাপিজুল রহমানের পঞ্চায়েত ভোটের সময় থেকেই ‘বিবাদ’ চলছে।
টিকিট না পাওয়ায় নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়াই করেছিলেন হাফিজুল। মাস দুয়েক আগে এই দুই নেতার গোষ্ঠীর সংঘর্ষে প্রায় আধঘন্টা ধরে গ্রামে বোমাবাজির অভিযোগ উঠেছিল।
গ্রামবাসীদের দাবি, এই ঘটনার পর থেকেই মাঝেমধ্যেই অশান্তি হয়েছে দুইপক্ষের। হাফিজুলের স্ত্রী মরিয়ম বেগমের অভিযোগ, বাইরে থেকে লোকজন নিয়ে গ্রামে ঢোকেন হাকিম।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় আহত পিক আপ চালক
বোমা, গুলি ছিল তাদের সাথে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধানের স্ত্রী সামসুন্নেসা বেগম। তার অভিযোগ, হাফিজুলের লোকজন বিজেপিতে ঢুকে গ্রামে অশান্তির পরিবেশ তৈরি করেছে।
গলসি থানার পুলিশ দু’পক্ষের গন্ডগোলের খবর পেয়ে গ্রামে পৌঁছায়। গুলি চালানোর কোন প্রমাণ মেলেনি বলে পুলিশের দাবি।
গলসি ১ ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন বলেন, গ্রাম্য বিবাদের জেরে এই গন্ডগোল। এরসাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584