অপহরণের চেষ্টা ব্যর্থ করে ফিরে এলো কিশোরী

0
45

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

নিজস্ব চিত্র

ঠাকুমার সাথে পিসিকে নিতে এসে হারিয়ে গেল চতুর্থ শ্রেণীর ছাত্রী।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফালাকাটায়।পরে অবশ্য এক টোটো চালক ও লটারি বিক্রেতার সহায়তায় ফিরে এলো সে।

পুরানো শালবাড়ির দেলযান বিবি বলেন, নেয়ে সেরিণা পারভীন নিশিগঞ্জ শশুর বাড়ি থেকে বেড়াতে আসার সময় ফালাকাটাতে গাড়ি বদলি করার জন্য মাকে আসতে বলে।সেজন্য ছেলের ঘরের নাতনিকে নিয়ে আসে ফালাকাটায়।

একাব্বর মিঞা,টোটো চালক।নিজস্ব চিত্র

ফালাকাটা ১৭ নম্বর জাতীয় সড়কের ব্যাঙ্ক রোড মোড়ে এক বাইক আরোহী তাদের আত্মীয় পরিচয় দিয়ে বাইকে বসিয়ে নিয়ে কিছুদূর এগিয়ে গিয়ে তাকে নামিয়ে দিয়ে নাতনিকে নিয়ে এগিয়ে যায়।

দিলজান বিবি।নিজস্ব চিত্র

এদিকে মা ও মেয়ের দেখা হলে নাতনীর কথা উঠতেই,হারিয়ে গেছে বলে রাস্তার উপর কান্নায় ভেঙে পরে।এই খবর জানাজানি হতেই শিশু পাচার হয়েছে বলে রব উঠে যায়।এরপর ফালাকাটা থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ খোঁজখবর শুরু করে ।

আরও পড়ুনঃ গুসকরা বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত পরিচয় মূক-বধির যুবতীকে উদ্ধার

দিলওয়ার হোসেন,কিশোরীর বাবা।নিজস্ব চিত্র

এর মধ্যেই টোটো চালক একাব্বর মিয়া ও এক লটারি বিক্রেতা হারিয়ে যাওয়া কিশোরীকে থানায় নিয়ে আসে।
টোটো চালক একাব্বর মিয়া বলেন, ট্রাফিক মোড়ের সামনে এদিক সেদিক ঘোরাফেরা করতে দেখে পান দোকানির সহায়তায় কিশোরীকে ডেকে নিয়ে থানায় জমা দেয়।টোটোতে যাবার সময় কিশোরী টোটো চালককে জানায় সে বাইক থেকে লাফ দিয়ে নেমে পরে।

ফালাকাটা থানা সূত্রে জানায়, কিশোরীকে জিগ্গাসা বাদ চলছে।এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পড়েনি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here