পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
স্কুলের অন্যান্য সহপাঠীরা একাদশ শ্রেনীতে নতুন স্কুলে ভর্তি হয়েছে।সে পারেনি, কারন মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে সে।পরিবারের লোক থেকে,আত্মীয় স্বজন এই নিয়ে গঞ্জনা করায় অপমানে আত্মঘাতী হল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ঋষিপুর গ্রামে।
মৃতার নাম অঞ্জলি মুর্মু (১৬)।পুলিশ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।রায়গঞ্জ থানার ঋষিপুর গ্রামের বাসিন্দা মালঞ্চা হাইস্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অঞ্জলি মুর্মু মাধ্যমিকে পাশ করতে পারেনি।
আরও পড়ুনঃ পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী গৃহবধূ
অঙ্ক বিষয়ে ফেল করেছে সে।এতদিন সেভাবে কোনও কিছু না হলেও স্কুলের সহপাঠীরা সবাই নতুন স্কুলে একাদশ শ্রেনীতে ভর্তি হয়ে পড়া শুনা শুরু করায় তাকে নানাভাবে গঞ্জনা শুনতে হয়েছে বলে অভিযোগ।আর সেকারনেই অপমানে ও অভিমানে গতকাল রাতে নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে অঞ্জলি। এই ঘটনায় রায়গঞ্জের,ঋষিপুর গ্রামে শোকের ছায়া নেমে,আসে।ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584