শ্যামল রায়,নদীয়াঃ
চাকরির লোভ দেখিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এক যুবকের। কিন্তু স্থানীয় আশা কর্মীরা বিষয়টি জানতে পেরে পাচারের আগেই উদ্ধার হলো কিশোরী। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার আমঘাটা এলাকায়।
জানা গিয়েছে যে বেশ কিছুদিন ধরে ফোনে পরিচয় হয় এক যুবকের। স্থানীয় আশাকর্মী এরিনা সিংহ রায় জানিয়েছেন যে বুধবার সন্ধ্যেবেলায় স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রের আশেপাশে ঘুরতে ফিরতে দেখা যায় স্থানীয় এক কিশোরীকে। সে স্থানীয় নবম শ্রেণীতে পড়ে। ঘুরতে ফিরতে দেখে কিশোরীকে জিজ্ঞাসা করলে সে জানায় ফোনে এক যুবকের সাথে তার পরিচয় হয়েছে তাকে চাকরি দেওয়া হবে বলে দুবাইতে নিয়ে যাবে। তাই সে এখানে ঘোরাফেরা করছে। কিছুক্ষণের মধ্যেই সে এখানে এসে তাকে নিয়ে যাবে। এই কথা জানার পরে অবাক হয় ওই আশা কর্মী। কিশোরীকে স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানতে পারে ওই যুবক কাজের প্রলোভন দেখিয়েছে এবং তাকে নিয়ে যাবে বলে কথা দিয়েছে।
এই ধরনের অপরিচিত কথাবার্তা শুনে অবাক হয়ে যান স্থানীয় মানুষজন এরা।
কিশোরী বলে ফোনে তার পরিচয় হয়েছে এক যুবকের সাথে। ওই যুবক তাকে চাকরি দেবে এবং দুবাইতে নিয়ে যাবে সে রাজি হয়ে পড়ে। বুধবার এই যুবক নিয়ে যাবে বলে তাকে তৈরি থাকতে বলে তাই সে অপেক্ষা করছিল। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে বিষয়টি তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবক তার কোন হদিস মিলছেনা পুলিশ জানিয়েছে মোবাইলের কল লিস্ট দেখে তাকে ধরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মেয়ে পাচারের হাত থেকে স্থানীয় মেয়েটি বেঁচে গেলো।
গোটা বিষয়টি স্থানীয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584