নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লোকসভা নির্বাচন যতটা এগিয়ে আসছে রাজ্য রাজনীতিতে পারদ ততটাই তুঙ্গে।ইতিমধ্যেই সমগ্র রাজ্য জুড়ে যেমন শাসক দল বিভিন্ন কর্মসূচিতে এগিয়ে চলছে,অন্যদিকে বিপক্ষ রাজনৈতিক দলগুলি এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ,সেই মতো লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপির তরফ থেকে গোটা রাজ্যে বিজয় সংকল্প কর্মসূচিকে সামনে রেখে বাইক মিছিলের ডাক দেয় বিজেপি শিবির।
এই বাইক মিছিল রুখতে গিয়ে পুলিশের সাথে বিজিপি কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পর্যবসিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার মার্কেট কম্পলেক্সের সামনের চত্ত্বর।বিজিপি কর্মীদের ছোঁড়া ঢিলে ডিএসপি অপারেশন উত্তম মিত্র সহ চার পুলিশ কর্মী আহত হয়।
আরও পড়ুনঃ মারুতি ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত দুই
অপরদিকে পুলিশের লাঠিচার্জে তিন বিজেপি কর্মী আহত বলে জানা গেছে।পুলিশ বিজেপি কর্মীদের ফেলে যাওয়া বাইকগুলি উদ্ধার করে থানায় গোয়ালতোড় থানায় নিয়ে গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584