বাংলার গুগল বয় তেইশ মাসের ময়ূখ

0
170

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

google boy of bengal | newsfront.co
ছোট্ট ময়ূখ ।নিজস্ব চিত্র

কথায় আছে জানার কোন শেষ নেই আর শেখার কোন বয়স নেই।তাই যে বয়সে খেলনা নিয়ে লুটোপুটি খেলে আর পাঁচজন শিশু সেই বয়সে খেলনা ফেলে জিকে এর খই ফুটছে ২৩ মাসের ময়ুখের মুখে। উত্তর দিনাজপুর এর চোপড়ার দাসপাড়ার বছর দুই এর ছোট্ট ময়ূখ।

আর পাঁচটা শিশুর মত তার মুখেও ঠিক মত বুলি ফোটেনি।কিন্তু ওই আধো বুলি নিয়েই যখন ময়ূখ অনায়াসে রাজ্যের ২৩ টি জেলার নাম,দেশের ২৯ টি রাজ্য ও তাদের রাজধানীর নাম বলতে শুরু করে,তখন অবাক না হয়ে উপায় নেই।

২৩ মাসেই ময়ূখের মুখে যেন GK-র খই ফুটছে।প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর নাম শুধু জিজ্ঞেস করার অপেক্ষা।ময়ূক পলক ফেলার আগেই উত্তর দিয়ে দেয়।

google boy of bengal | newsfront.co
রাজু বর্মণ,ময়ূখের পিতা।নিজস্ব চিত্র

ময়ূখের মা যখন তাকে পড়তে বসান তখনও সে খেলনা হাতছাড়া করে না।কিন্তু খেলার মাঝেই পড়তে পড়তে রাজ্য ও দেশের বিভিন্ন ব্যক্তিদের নাম সে ঠোঁটস্থ করে ফেলেছে । ছোট্ট ময়ূখের প্রতিভায় মুগ্ধ এলাকাবাসী।বাবা রাজু বর্মণ জানান, মাত্র ১৫ মাস বয়স থেকেই ময়ূখ যা শুনত তাই মনে রেখে বলতে পারত।

তাঁরা চাইছেন ময়ূখের প্রতিভার যেন সঠিক বিকাশ হয় । উল্লেখ্য,ময়ূখের মতোই প্রতিভাধর কৌটিল্য পণ্ডিত।২০১১ সালে হরিয়ানার কার্নালের এই শিশুটি শিরোনামে এসেছিল তার অসাধারণ স্মৃতিশক্তির জন্য।

বিভিন্ন জনপ্রিয় টিভি শোতে অংশগ্রহণ করে সে তাক লাগিয়ে দিয়েছিল।তার গুণমুগ্ধদের তালিকায় ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও।পরে তার নামই হয়ে যায় “গুগল বয়”।উত্তর দিনাজপুরের ময়ূখ এখন গুগল বয় নামেই পরিচিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here