নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গুড়গুড়িপাল থানার অন্তর্গত লোহাটিকরীতে উল্টে গেল একটি সরকারি বাস। সরকারি বাসটি ঝাড়গ্ৰাম থেকে কালনার দিকে যাচ্ছিল। বাসের বহু যাত্রীকে জখম অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান দুটো বাস অত্যন্ত দ্রুত গতিতে মেদিনীপুরের দিকে যাচ্ছিল।
দুটো বাস একে অপরকে টেক্কা দিতে গিয়ে রাস্তায় একটি কালভার্টেরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা সরকারি বাসটি।ব্রেক ফেল করে সরকারি বাসটি সামনের জঙ্গলে ঢুকে যায়। এর ফলে কমপক্ষে দশ বারো জন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছে।দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা জানান বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
আরও পড়ুনঃ বিধাননগরে ভুটভুটি উল্টে মৃত্যু চালকের
আমরা চালককে বলেছিলাম এত জোরে গাড়ি চালাবেন না এবং ওভারটেক করার দরকার নেই,কিন্তু চালককে দেখে মনে হল চালক নেশাগ্রস্থ অবস্থায় আছে,কোন কথায় কান দিলেন না ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584