নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রাজ্য সরকারের নির্দেশে প্রতিটি জেলার, প্রতিটি ব্লকে ভূমি ও ভূমি সংস্কার অফিসে জমির মিউটেশন করানো ও সরকারি জমির পাট্টা বিলির কাজ চলছে।
আজ ভগবানগোলা ২ নং ব্লকের ভূমি ও ভূমি সংস্কার অফিস কৃষকদের স্বার্থে ছুটির দিনে জমির মিউটেশন, রেকর্ড ও পাট্টা বিলির কাজ শুরু হল।
জেলা ভূমি সংস্কার আধিকারিক উংশুং গুপ্ত বলেন, সাধারণ মানুষের সুবিধার্থেই ছুটির দিনে অফিস খোলা রেখে সাধারণ মানুষের কাজ করা হচ্ছে।
আরও পড়ুনঃ মিউজিক লঞ্চ অনুষ্ঠানে জমজমাট ‘মুখোশ’
জমির পাট্টা বিলি করার সময় উপস্থিত ছিলেন সাব ডিভিশন সংস্কার আধিকারিক সুব্রত ঘোষ, ভগবানগোলা ব্লক ২-র বিএলএলআরও ডক্টর সব্যসাচী মন্ডল ও পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তৈয়ব আলি। জমির মিউটেশন করতে এসে অনেকেই খুশি মুখে ফিরে যাচ্ছেন।
সাধারণ মানুষজন বলেন, আমাদের ব্লকে বিএলএলআরও সাহেবের নির্দেশে খুব তাড়াতাড়ি আমরা আমাদের কাজ করে নিতে পারি। সময় মতোই কাজ করানো এবং খুব তাড়াতাড়ি কাজ শেষ করার ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থায় খুশি এলাকার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584