মনিরুল হক,কোচবিহারঃ
দুই দিনের সফরের আজ কোচবিহার আসলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। মঙ্গলবার বিকালে শিলিগুড়ি থেকে সড়ক পথে কোচবিহারে আসবেন রাজ্যপাল। পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে কোচবিহারে আসেন। জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে নামেন।
সেখান থেকে সড়ক পথে মাথাভাঙ্গা হয়ে কোচবিহারে পৌঁছান তিনি। আজ রাতে কোচবিহারে এসে তিনি সার্কিট হাউজে রাত্রি বাস করবেন। সেখান থেকে আগামীকাল সকালে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল। অনুষ্ঠান শেষে সড়ক পথে বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের। এদিকে, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির দুদিনের কোচবিহার সফরকে ঘিরে ইতিমধ্যেই জেলা জুড়ে নিরাপত্তা আটোসাটো কড়া হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যপালকে চিঠি দিলেন প্রাক্তন সমরকর্মীরা
উল্লেখ, আগামী কাল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে কোচবিহার উৎসব অডিটোরিয়াম হল ঘরে। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে সেই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এই কোচবিহার সফর বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584