নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কৃষক পরিবারের হাতে ‘কৃষকবন্ধু মৃত্যুকালীন অনুদান’ প্রকল্পের চেক প্রদান কর্মসুচি জলঙ্গীতে অনুষ্ঠিত হল আজ। ব্লকের সহ-কৃষি অধিকর্তার উদ্যোগে এ দিন জলঙ্গীর পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে পাঁচজন মৃতের পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
জলঙ্গী ব্লকের সহ-কৃষি অধিকর্তা অরিত্র সাহা বলেন, রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কোনও কৃষক পরিবারের যে কোনও সদস্য মারা গেলে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য মৃত্যুকালীন দুই লক্ষ টাকা ঘোষণা করেন রাজ্য সরকার। ১.১.২০১৯ সালের পরে যাঁরা মারা গিয়েছেন তাঁরা এই প্রকল্পের আওতায় পড়বেন। তবে সেক্ষেত্রে মৃত ব্যক্তির নামে কৃষি জমির রেকর্ড থাকা বাধ্যতামূলক।
আরও পড়ুনঃ বিনামূল্যে স্বাস্থ্য শিবির ভগবানগোলায়
আজ জলঙ্গী ব্লকের বিভিন্ন এলাকার পাঁচটি কৃষক পরিবারের হাতে কৃষক বন্ধু মৃত্যুকালীন অনুদানের চেক তুলে দেওয়া হয়। হয়। একজন কৃষক পরিবারের সদস্য জানান, এই দুই লক্ষ টাকা পেয়ে অনেকটাই আর্থিক সহায়তা হয়েছে তাঁদের পরিবারের। রাজ্য সরকারের এই উদ্যোগে সাধারণ কৃষি পরিবারের অনেকটাই আর্থিক সাহায্য মিলেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঙ্গী এডিএ অরিত্র সাহা, জলঙ্গী যুগ্ম-বিডিও দীপক কুমার দেবনাথ, জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার এবং কৃষি কর্মাধক্ষ্য সাহিদা খাতুন বিবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584