আমপানের কোপে ক্ষতিগ্রস্ত বোটানিক্যাল গার্ডেনের প্রাচীন বটবৃক্ষ

0
173

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

বুধবার প্রবল শক্তি নিয়ে তীব্র গতিতে রাজ্যের উপকূলবর্তী এলাকা দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় আমপান। এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের জেরে তছনছ হয়ে গেছে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা। এবার ঘূর্ণিঝড় আমপানের দাপটে সৌন্দর্য খোয়ালো হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেন। আমপানের তাণ্ডবলীলা থেকে রেহাই পেল না বোটানিক্যাল গার্ডেনের ২৭০ বছরের প্রাচীন বটগাছ। বিখ্যাত মহাদ্রুমের বেশ কিছু পুরনো ঝুরি তছনছ হয়েছে সুপার সাইক্লোনের দাপটে। অতীতেও শক্তিশালী ঝড়ের দাপট সহ্য করতে হয়েছে সুপ্রাচীন বটবৃক্ষটিকে।

Shibpur Botanical Garden | newsfront.co
ফাইল চিত্র

১৮৬৪ ও ১৮৬৭ সালের দুটি সাইক্লোনে ৪.৬৭ একর জুড়ে দাঁড়িয়ে থাকা গাছের মূল গুঁড়িটি সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয় যার জেরে ১৯২৫ সালে সেটি কেটে বাদ দেওয়া হয়। এবারের ঝড়ে গাছটির উত্তর-পশ্চিম কোণে বড়সড় ক্ষতি হয়ে যাওয়ার ফলে বিশাল গহ্বর তৈরি হয়েছে। আমপানের দাপটে এখানকার ১৫,০০০ গাছের মধ্যে এক হাজারেরও বেশি গাছ নষ্ট হয়েছে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ঘোষিত অর্থ অগ্রিম না প্যাকেজ, এখনও স্পষ্ট নয়

The Great Banyan Tree | newsfront.co
ফাইল চিত্র

উদ্ভিদবিজ্ঞানী বসন্ত কুমার সিং জানিয়েছেন, শতক পার হওয়া কল্পবৃক্ষ (বাওবাব গাছ) এবং বিচিত্র ম্যাড ট্রি-ও সাইক্লোনের তাণ্ডবে শিকড় সমেত উপড়ে গিয়েছে। দানবরূপী ঘূর্ণিঝড় আমপানের কারণে প্রবল ক্ষতি হয়েছে বোটানিক্যাল উদ্যানের মনোরম মেহগনি অ্যাভিনিউয়ের।

এই দুর্যোগের তীব্রতায় ধ্বংস হয়েছে সুবিশাল বাঁশঝাড়, রকমারি পাইনগাছের জন্য প্রসিদ্ধ পিনাটাম এবং চারাগাছ তৈরি করার গার্ডেন নার্সারি। বিধ্বংসী ঘূর্ণিঝড় আমপানের দাপটে কার্যত ক্ষতবিক্ষত হয়েছে ঐতিহ্যবাহী বোটানিক্যাল গার্ডেন। একসঙ্গে আমপান আর করোনার জেরে দূর্বল হয়ে পড়েছে ‘সিটি অফ জয়’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here