খুশির ইদে আনন্দের গান গাইলেন স্বপ্নীল

0
140

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মানবজীবন আজ স্তব্ধ করোনা আতঙ্গে। গোঁদের উপর বিষফোঁড়া হয়ে চারদিক তোলপাড় করে দিল ‘আমফান’ ঝড়। প্রাকৃতিক অবক্ষয় ঘটবে তার নিজস্ব চালে। আবার উৎসবও প্রতি বছর ফিরে ফিরে আসবে তার নির্দিষ্ট সময়ে। ঠিক যেমনভাবে দ্বারপ্রান্তে হাজির খুশির ঈদ। পবিত্র ইদুল ফিতরকে প্রতি বছরই নানাভাবে নানা আয়োজনে বর্ণিল করে তোলেন ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব।

Anonder Gaan | newsfront.co

ইদ মানে খুশি, ইদ মানে আনন্দ, ইদ মানে নতুন জামা; কিন্তু নতুন জামা কিনে পরার সামর্থ এই মুহূর্তে বেশিরভাগেরই নেই। তাদের পাশে ইদের আনন্দ, নতুন জামা আর আনন্দের গান ভাগ করে নিলেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব।

স্বপ্নীল বলেন, “শিল্পী হিসেবে আমাদের দায়বদ্ধতা অনেক। আমাদের দেখানো পথ অনুসরণ করেন ভক্তজন এবং শুভানুধ্যায়ীরা। আমি বহুদিন ধরেই সুবিধাবঞ্চিত শিশুদের গান শেখাই। এই ধারাবাহিকতায় এবার ইদে কানাডার আনোয়ার আজাদ ফিল্মস এবং মিশন হিউম্যানিটি, কানাডার পৃষ্ঠপোষকতায় আমার এলাকার আশেপাশের কিছু সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক দিয়ে ইদের আনন্দ ভাগ করে নিয়েছি।

Anonder Gaan | newsfront.co

সেই আনন্দের কিছু অংশ দিয়ে নির্মাণ করেছি আমার নতুন ‘আনন্দের গান’ । সেখানে গেয়েছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুলশ্রুত গান- ও মন রমজানের ওই এবং সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের জনপ্রিয় গান -আহা কি আনন্দ আকাশে বাতাসে।”

Anonder Gaan | newsfront.co

ভিন্ন সুরের হলেও দুটি গানই আনন্দের কথা বলছে, মানবতার জয়গানের কথা বলছে। গান দুটিকে নতুন সঙ্গীতায়োজনে সাজিয়েছেন আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন আবদুল্লাহ মহম্মদ আহাদ। গানটি ইদুল ফিতর উপলক্ষে আনোয়ার আজাদ ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব -এ আসবে।

Anonder Gaan | newsfront.co

আরও পড়ুনঃ বাঁধনহারা- একটি নজরুল বন্দনা

এমন আত্মমানবতাধর্মী ব্যতিক্রমী গানে সহায়তা করার জন্য স্বপ্নীল বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন প্রযোজনা সংস্থার কর্ণধার আনোয়ার আজাদ এবং মিশন হিউম্যানিটি, কানাডা’কে।

Anonder Gaan | newsfront.co

স্বপ্নীল আরও জানান, এই গানটি নির্মাণের একটিই উদ্দেশ্য- আমরা সকলে যেন আমাদের চারপাশের অসহায় শিশুদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিই কিংবা দেওয়ার মনোভাব গড়ে তুলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here