নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর
বৃহস্পতিবার রাজ্যের অন্যতম মুগবেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মাধ্যমিকে রাজ্যের প্রথম এই জেলার কৃতী সৌগত দাসকে সম্বর্ধনা জ্ঞাপন করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।ব্যাঙ্কের চেয়ারম্যান বিধায়ক অর্ধেন্দু মাইতি মহম্মদপুর দেশপ্রান বিদ্যাপীঠের কৃতী সৌগতর হাতে ১০ হাজার টাকার চেক,মেডেল,শংসাপত্র,অভিধান,উপহার সামগ্রী তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করে বলেন জেলার প্রথম এমন কৃতীকে সম্মানিত করতে পেরে ব্যাঙ্ক গর্বিত,নিজেকে ধন্য মনে করছি।
মহতি ঐতিহাসিক মুহূর্তে মঞ্চে ছিলেন জেনারেল ম্যানেজার বাসুদেব কর, ভাইস চেয়ারম্যান নিতাই ভুঁইয়া,ডিরেক্টর বিমলকৃষ্ণ সামন্ত, দেবোপম প্রধান,দিলীপ পয়ড়্যা, রনজিৎ মন্ডল, শংকর বাগ,অনুরাধা নন্দগোস্বামী প্রমুখ।
আরও পড়ুনঃ সৌগতকে সংবর্ধনা শুভেন্দুর
সৌগতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর রঞ্জন গিরি এমন কৃতীরকে পঠন পাঠনের তারিফ তুলে ধরেন।কবিতা পাঠ করেন ম্যানাজার প্রভাংশু ভুঁইয়া।কর্মচারীদের অন্যতম সুভাষ দাস,কমলেশ গিরি,অমিয় পন্ড,সুজয় বসু,সৌরভ দেব,সঞ্জীব সাহা প্রমুখ।
সৌগত জানায় সে ডাক্তার হয়ে মানুষের পাশে থেকে সেবা করতে চায়,এই সাফল্যের কৃতিত্ব বাবা মায়ের সঙ্গে শিক্ষক শিক্ষিকারও বলে জানায় সে।সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় ওভারডিউ করেম বিভাগের ম্যানেজার শংকর ষড়ঙ্গী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584