সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ষা সময় মত না আসার ফলে ভৌম জল ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন পূর্ব বর্ধমানের কৃষকরা। দক্ষিণ দামোদর এলাকার ভৌম জল নিচে নেমে যাচ্ছে। যা নিয়ে শঙ্কিত এলাকার বাসিন্দারা।

পানীয় জল সংরক্ষণ ও বিকল্প চাষের জন্য পরিকল্পনা নেওয়ার কথা হয়েছিল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পনা নেওয়া হলেও ভৌম জল ব্যবহারের ক্ষেত্রে কোনো রকম লাগাম পড়েনি। বোর চাষ হচ্ছে ভৌম জলে।
বাসিন্দাদের অভিযোগ, ভৌম জল স্তর নিচে নামছে। বর্ষা দেরি করে আসার ফলে এলাকায় চাষাবাদ বিপর্যস্ত হয়েছিল। যা নিয়ে প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বোরো ধানের বীজতলা তৈরি, ধান রোয়াতে ব্যবহার করা হচ্ছে ভৌম জল। এলাকাবাসীর আশঙ্কা বোর চাষে লাগাম না টানলে ভৌম জলের সমস্যা দেখা দেবে।
আরও পড়ুনঃমধ্যবিত্তের কপালে ভাঁজঃ নতুন বছরের প্রথম দিন থেকে শুধু ট্রেন ভাড়াই না বাড়ল গ্যাসের দামও
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, এই নিয়ে আলোচনা চলছে। জেলা প্রশাসনের তরফে বিষয়টি কৃষি দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584