‘দিদিকে বলো’ ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

0
46

সুদীপ পাল, বর্ধমানঃ

‘দিদিকে বলো’ কর্মসূচি ঘিরে সামনে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুমতি ছাড়াই দলের এক নেতা এই কর্মসূচি পালন করেছে বলে অভিযোগে সরব হলেন আর এক নেতা।

group conflict of tmc for talk to didi | newsfront.co
প্রতীকী চিত্র

ব্লক সভাপতিকে না জানিয়ে দিদিকে বলো কর্মসূচিতে তৃণমূলের প্রাক্তন নেতার অংশ নেওয়ার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছে। প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন দুর্গাপুরের ৩ নম্বর ব্লক সভাপতি।

দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে শাসক দল। তৃণমূলের জেলা সভাপতি অবশ্য আশ্বাস দিয়েছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।

group conflict of tmc for talk to didi | newsfront.co
উত্তম মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র

জানা যায় রবিবার থেকে দুর্গাপুর ৩ নম্বর ব্লকের দিদিকে বলো কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচি নিয়ে দলের প্রাক্তন কার্যকারী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন ব্লক সভাপতি ভীমসেন মন্ডল।

তিনি দাবি করেন, দলের নির্দেশ অনুযায়ী এই কর্মসূচির আয়োজন করতে পারেন জেলা সভাপতি, বিধায়ক ও ব্লক সভাপতি।

আরও পড়ুনঃ মূর্তি ভাঙা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

বাকিদের ক্ষেত্রে এই কর্মসূচির জন্য দলীয় নেতৃত্বের অনুমতি নিতে হয়। অথচ দলের প্রাক্তন কার্যকরী জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায় ৩ নম্বর ব্লকের মামরা বাজার এলাকায় এই কর্মসূচি পালন করেছেন অনুমতি না নিয়েই। ব্লক সভাপতির এই বক্তব্যের পরেই মুখে কুলুপ এঁটেছেন উত্তমবাবু। তিনি বলেন, যা বলার জেলা সভাপতি বলবেন।

দলের এই কর্মসূচির কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাশু বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান। দলের জেলা সভাপতি জিতেন্দ্র দলীয় ব্যাপার বলে উল্লেখ করে বলেন, আলোচনা করে এই সমস্যার সমাধান করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here