বিশ্বকর্মা পুজোতে ভিড় নিয়ন্ত্রনে গাইড ম্যাপের উদ্বোধন হলদিয়ায়

0
43

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

শারদ উৎসবের মতো শিল্প শহর হলদিয়ায় কর্মের দেবতা বিশ্বকর্মা পুজো মেতে উঠে থাকে।বিভিন্ন কারখানা বিশ্বকর্মা পুজোয় প্রস্তুতি এখন তুঙ্গে।

guide map opening in haldia | newsfront.co
গাইড ম্যাপের উদ্বোধন।নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে বড়ো বীগ বাজেটের পুজো রয়েছে প্রায় ৪০টির মতো। এছাড়া ছোটবড় মিলে প্রায় ২০০ বেশী পুজো হয়ে থাকে।দুর্গা পুজোর মতো শিল্পের শহর বিশ্বাকর্মা পুজোয় বিভিন্ন থিমের পুজো মন্ডপ হয়েছে।বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে হলদিয়া শহর সেজে উঠেছে।

guide map opening in haldia | newsfront.co
নিজস্ব চিত্র

হলদিয়া শিল্প এলাকায় জনসমাগম প্লাবনের রুপ নেয়।আবাল বৃদ্ধ , কচিকাঁচারা বিশ্বকর্মা পুজোতে রাস্তায় ভিড় জমায়।রাস্তায় ভিড় নিয়ন্ত্রন করতে হলদিয়া শিল্প এলাকায় জেলা পুলিশ প্রশাসন একটি গাইড ম্যাপের উদ্বোধন করল দুর্গাচকে।

আরও পড়ুনঃ বেদ পুরানে দেবশিল্পী বিশ্বকর্মা

উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা পুলিশ অফিসার তন্ময় মুখার্জী, আই সি হলদিয়া,সি আই মহিষাদল,ভবানিপুর থানার ওসি,সুতাহাটা থানার ওসি,হলদিয়া থানার ওসি,হলদিয়া মহিলা থানার ওসি মৌসুমী ম্যাম,দুর্গাচক থানার ওসি বিপ্লব হালদার, হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শুধাংশু মন্ডল,হলদিয়া পৌরসভার সি আই সি গন ও এল টিসির কর্মকর্তা এস পি ব্যানার্জী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here