নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সাতসকালে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় সোমবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের নীলাপাট গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই গ্রামের কয়েকজন মাঠে গিয়েছিল। মাঠে গিয়ে তারা দেখতে পায় পুকুর পাড়ে মাঠের মাঝে একটি গাছ থেকে এক যুবকের মৃতদেহ ঝুলছে।
স্বাভাবিক ভাবেই এই ভয়াবহ দৃশ্য দেখে গ্রামবাসীরা চিৎকার করলে লোকজন জড়ো হয়ে যায় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌমেন দলবেরা(১৯)। বাড়ি নীলাপাট এলাকায়।
আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল তা নিয়ে ধন্দে পরিবার।

মৃতের জেঠু পাহাড়ি দলবেরা জানান, চন্দ্রকোনারই একটি মেয়ের সাথে তাঁর ভাইপোর প্রনয়ের সম্পর্ক ছিল। সেকথা তাঁরা দিনকয়েক আগে জানতে পারেন। ফোনে দুজনে কথাও বলত প্রায়শই। সে নিয়ে পরিবারের তরফে কোনও অভিযোগও ছিল না।
আরও পড়ুনঃ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার
দিনদুয়েক আগে সৌমেন তার জেঠুকে জানিয়েছিল, মেয়ের বাড়ি থেকে নাকি তাকে ডেকে পাঠিয়েছে। তবে শেষ পর্যন্ত ভাইপোর মেয়ের বাড়ি যাওয়া হয়েছিল কিনা সে নিয়ে নিশ্চিত নন পাহাড়ি বাবু।
পুলিশ কে পাহাড়ি বাবু আরও জানান, সৌমেনের সম্পর্ক নিয়ে পরিবারে কোনও গন্ডগোল ছিল না। তবে মেয়ের পরিবার বা মেয়ের সাথে ফোনে কিছু হয়েছিল কিনা সেটা তারা জানেন না। রবিবার রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সৌমেন।
সকালেই প্রতিবেশী কয়েকজন দেখতে পেয়ে খবর দিলে ঘটনা সম্পর্কে জানতে পারে তার পরিবার। বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মাঝে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকায় ইতিমধ্যে যথেষ্ট শোরগোল হয়েছে। বিষয়টিকে আলাদা করে খতিয়ে দেখছে চন্দ্রকোনা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584