সুদীপ পাল,বর্ধমানঃ
গত ২০০২ সালে বর্ধমান শহরে অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর একটি এক্স সার্ভিসমেন কনট্রিবিউটরি হেল্থ স্কিম চালুর অনুমোদন দিয়েছিল কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সেটি চালু হয়নি। এর জেরে সমস্যায় পড়ছেন অবসরপ্রাপ্ত সৈনিকরা।
এই সৈনিকদেরই এখন নিজেদের চিকিৎসার জন্য বর্ধমান থেকে প্রতিদিন যেতে হচ্ছে ৫০ কিমি দূরে পানাগড়ে। ইণ্ডিয়ান এক্স সার্ভিসেস লিগ-এর বর্ধমান ইউনিটের সম্পাদক তাপস মুখোপাধ্যায় জানিয়েছেন, জেলা সৈনিক বোর্ডের অধীনে অবিভক্ত বর্ধমান জেলায় রয়েছেন ১০ হাজার ৮৮৩ জন সদস্য। এছাড়াও রয়েছেন ১৩৬৩ জন বিধবা সদস্য।
আরও পড়ুনঃ পুলওয়ামায় নিহত জওয়ানদের স্মরণে রক্তদান শিবির
এখন বর্ধমানে তা চালু না হওয়ায় সমস্যায় পড়ছেন সবাই। জানা যায়, ২০০২ সালের ৩০ ডিসেম্বর সরকারী ঘোষণার পর কেন্দ্রীয় প্রতিরক্ষাদপ্তর থেকে প্রয়োজনীয় জায়গার জন্য রাজ্য সরকার তথা জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়ে জানানো হয়। ২০০৮ সালে বর্ধমানে অবসরপ্রাপ্ত সৈনিকদের অনুষ্ঠানে এসে তৎকালীন রাজ্যের শিল্পমন্ত্রী নিরুপম সেন প্রতিশ্রুতি দিয়ে যান ইসিএইচএসের জন্য প্রয়োজনীয় জমি রাজ্য সরকার দেবে। কিন্তু প্রতিশ্রুতি মিললেও জমি মেলেনি।
তারপর থেকে দীর্ঘদিন পেরিয়েছে। রাজ্যে পালাবদল হয়েছে। সরকারি ক্ষমতার হস্তান্তর হয়েছে তবু অবসরপ্রাপ্ত সৈনিকদের চিকিৎসার জন্য জমি পাওয়া যাচ্ছে না। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করছেন অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584