সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
রাত্রি নামতেই স্তব্ধতা ভাঙলো বোমার শব্দ।রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত এলাকাএলাকায় বোমাবাজি চলে মুড়ি মুরকির মতো।বিজেপি কর্মী সমর্থকদের দোকানে ভাঙচুর হয়।অভিযোগের তীর তৃনমূলের দিকে।রামনগর থানার রায়চক মোড়ের ঘটনা।


রাতে বিজেপি সমর্থকদের দোকানে ভাঙচুর করে বোমাবাজি করার অভিযোগ করে সুকেশ বোড়ী নামে এক বিজেপি কর্মী।তাঁর দোকানেও বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।


বেশ কিছু বোম পরে রয়েছে।এলাকা এখনো থমথমে সন্ত্রস্ত।এবারের নির্বাচনে ২৪ ও ২৫ নং বুথ বিজেপি লিড দেয় তার পর থেকে শুরু হয় অত্যাচার।নির্বাচনে হেরে এই হিংসার ঘটনা এমনটাই অভিযোগ বিজেপির।ঘটনার জেরে সড়ক অবরোধ করছে বিজেপি।বন্ধ রায়চক রুটের যানচলাচল।
আরও পড়ুনঃ ইলামবাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজির অভিযোগ



বন্ধ ভেসেল পড়িসেবা।ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ পৌঁছায়। অভিযোগ গতকাল রায়চক তৃনমূল পার্টি অফিস ভাঙচুরের পর শুরু হয় রাত থেকে তান্ডব।বিজেপি ডায়মন্ড হারবার ২ এর মন্ডল সভাপতি রাজকুমার মন্ডলের দাবি তৃনমূল সন্ত্রাস করার জন্য এই পরিকল্পনা করছে।এ পর্যন্ত তিনটি বোমা উদ্ধার হয়েছে এলাকায়।অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584