নিলামে ডিনার ডেট, করোনা ত্রাণে অভিনব উদ্যোগ টেনিস সুন্দরীর

0
94

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

গোটা পৃথিবী জুড়ে করোনা মহামারীর কবলে পড়ে নাজেহাল দশা বিভিন্ন দেশের। উন্নত কিবা উন্নয়নশীল সব দেশেই কার্যত তালাবন্ধ অবস্থা। আমাদের দেশ ভারতে যেমন পরিযায়ী শ্রমিকদের বেহাল দশা, পৃথিবীর অন্যান্য দেশেও চিত্রটা খানিকটা এক। আর এই সময় বিভিন্ন স্তরের সেলিব্রিটিরা করোনা মোকাবেলায় যেমন সরকারের পাশে দাঁড়িয়েছে পাশাপাশি প্রত্যক্ষ উদ্যোগে পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। ফিল্মস্টার থেকে গায়ক গায়িকা ,ক্রিকেটার থেকে ফুটবলার,বিলিয়নার বেশি থেকে স্বনামধন্য উদ্যোক্তা, প্রত্যেকেই এসময় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নজির গড়েছেন।

Eugenie Bouchard | newsfront.co

এবার এক অভিনব উদ্যোগ নিয়ে আবারও নজির গড়লেন কানাডার সুন্দরী টেনিস তারকা ইউজেনি বুশার্ড। অনলাইনে নিলামে তুললেন তার সাথে এক টেবিলে ডিনার ডেটের সুযোগ। অনলাইন ত্রাণের জন্য তার এই চ্যালেঞ্জে সাড়া দিয়ে যে ব্যক্তি সবচেয়ে বেশি পরিমাণ অর্থ দান করবেন তার সাথে তিনি এক টেবিলে ডিনার করবেন।

সাথে জয়ী ব্যক্তি ইউজেনি বুশার্ডের নির্ধারণ করা যে কোনো একটি ম্যাচে তাঁর সাপোর্টার টিমের সঙ্গে তাঁর বক্সে বসে ইউজেনির টেনিস ম্যাচ উপভোগ করতে পারবেন সঙ্গে পাবেন ইউজেনির স্বাক্ষর করা জুতা ও টেনিস। ইতিমধ্যেই বুশার্ডের ডিনার ডেট এর দাম উঠেছে মার্কিন ডলারে ২১০০০। উল্লেখ্য, ইতিপূর্বেই তিনি একবার তার এক অনুরাগীর সাথে অন্য একটি বাজি হেরে ডিনারে গেছিলেন ।

সূত্রের খবর মার্কিন যুক্তরাষ্ট্রের হতদরিদ্র মানুষ যারা করোনার জেরে কর্মহীন হয়ে খাদ্যাভাবে রয়েছেন তাদের সাহায্য করতেই তার এই বিশেষ উদ্যোগ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here