বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব

0
1069

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the Hirak Jayanti festival at vidyasagar girl school
ছাত্রীদের অনুষ্ঠান । নিজস্ব চিত্র

অখন্ড মেদিনীপুর জেলার নারী শিক্ষা প্রসারের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান মেদিনীপুর শহরে অবস্থিত বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ বালিকা বিদ্যালয়ের বর্ষ ব্যাপী হীরক জয়ন্তী উৎসবের অন্তিম পর্বের তিন দিনের অনুষ্ঠানের সূচনা হলো বৃহস্পতিবার।

the Hirak Jayanti festival at vidyasagar girl school
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা। নিজস্ব চিত্র
the Hirak Jayanti festival at vidyasagar girl school
বক্তব্য রাখছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ‍্যোপাধ‍্যায়। নিজস্ব চিত্র
the Hirak Jayanti festival at vidyasagar girl school
উদ্বোধনী সঙ্গীত। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সকালে পূর্তি উৎসবের সূচনা করেন কোলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অব কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজী মহারাজ।সমবেত অতিথিদের উপস্থিতিতে ষাটটি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠান শুরুর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র দাস,বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষিকা স্বপ্না মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল‍্যদান করা হয়। পাশাপাশি শান্তির প্রতীক সাদা পায়রা ওড়ানো হয়।স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ‍্যোপাধ‍্যায়।

আরও পড়ুনঃ হীরক জয়ন্তী বর্ষে প্রাক্তণী পুনর্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

the Hirak Jayanti festival at vidyasagar girl school
উদ্বোধনী বক্তব্য রাখছেন সুপর্ণানন্দজী। নিজস্ব চিত্র
the Hirak Jayanti festival at vidyasagar girl school
থিম সঙ মেকার কে সম্মাননা। নিজস্ব চিত্র

তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সাফল্যের নানা দিক তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের(অটোনমাস) অধ‍্যক্ষ গোপাল চন্দ্র বেরা। এছাড়াও উপস্থিত ছিলেন হীরক জয়ন্তী উৎসবের সম্পাদক সেক পাঞ্জাব আলি, উৎসবের কার্যকরী সভাপতি প্রসূন কুমার পড়িয়া, ভারত সেবাশ্রম সংঘের মিলনানন্দজী মহারাজ,বিশিষ্ট আইনজীবী শ‍্যামলেন্দু কৃষ্ণ মাইতি,গোলপার্ক রামকৃষ্ণ মিশনের নিবেদিতা চেয়ার অধ্যাপক শক্তি প্রসাদ মিশ্র, সমাজসেবী আনন্দগোপাল মাইতি,প্রাক্তন সম্পাদক নির্মলেন্দু দে,সহকারী প্রধান শিক্ষিকা নন্দিতা দাস মহাপাত্র,গুড়গুড়িপালের প্রধান শিক্ষক গৌতম ভৌমিক,বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ বয়েজের প্রধান শিক্ষক অরূপ কুমার ভুঁইয়া,ঝেঁতলা হাইস্কুলের প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী,অচিন্ত‍্য মারিক,অখিলবন্ধু মহাপাত্র,প্রলয় বিশ্বাস , নিত‍্যানন্দ পান্ডা , শক্তি প্রসাদ মিত্র, হীরক জয়ন্তী উৎসব কমিটির সদস্য সুদীপ কুমার খাঁড়া,শান্তনু সিনহা,সুনন্দা দাস, অনিন্দিতা জানা,সুদীপ্তা রানী সাঁতরা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এদিন শিল্পী প্রলয় বিশ্বাসের কথা ও সুরে বিদ‍্যালয়ের থিম সঙের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।হীরক জয়ন্তী উৎসবের স্মারক তোরণের উদ্বোধন করেন সুপর্ণানন্দজী। বিদ‍্যালয়ের ছাত্রীদের হাতে বিভিন্ন একাডেমিক পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি এদিন বিদ্যালয়ের ষাট বছরের ইতিহাস নির্ভর বিশেষ তথ্যচিত্র “পায়ে পায়ে ষাট”এর সিডি উন্মোচন করা হয়।বিদ‍্যালয় ক‍্যাম্পাসে সিসিটিভি’র উদ্বোধনও এদিন হয়।

সুপর্ণনন্দজী তাঁর বক্তব্যে ছাত্রীদের পড়াশোনায় আরোও মনযোগী হওয়ার পাশাপাশি সমাজসচেতন হওয়ার আহ্বান জানান। শেষলগ্নে বিদ‍্যালয়ের শিক্ষিকাদের তত্বাবধানে আবৃত্তি,সঙ্গীত নৃত্য,কবিতা আলেখ্য, সাঁওতালী নৃত্য,গীতি আলেখ্য সহযোগে বিদ্যালয়ের ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করে।

বিশেষ আকর্ষণ ছিল প্রায় ৬০ জন ছাত্রীর সম্মিলিত উপস্থাপনা গীতি আলেখ্য “এক নদী,এক মাঝি”।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হীরক জয়ন্তী উৎসব কমিটির কার্যকরী সভাপতি প্রসূন কুমার পড়িয়া।অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা সুতপা বসু।শনিবার পর্যন্ত চলবে হীরক জয়ন্তী উৎসব।এক মনোজ্ঞ অনুষ্ঠান উপহার পেয়ে খুশি দর্শক অতিথিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here