গ্রামের ঋদ্ধ ইতিহাসের বই ‘গাজীপুর কিসমত’

0
223

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the history book of village | newsfront.co
বইয়ের প্রচ্ছদ ।নিজস্ব চিত্র

গ্রামীণ ইতিহাস রচনার নবদিগন্ত উন্মোচিত হলো।একটি গ্রামকে নিয়েই একটি আস্ত ইতিহাস বই।গ্রামের আবালবৃদ্ধবণিতার উদ্দেশ্যে রচিত গ্রামেরই প্রাচীন ইতিহাস- লোক সংস্কৃতি- সমাজ- অর্থনীতি ও মানবসম্পদের কথা যখন একটি মলাটে স্থান পায় তখন গ্রামবাসীদের কাছে দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসে এর চেয়ে বড় উপহার আর কি বা হতে পারে।

নিজস্ব চিত্র

স্বাধীনতা দিবসের শুভ সন্ধ্যায় দাঁতনের গাজীপুর কিসমত জুনিয়র হাইস্কুলে আয়োজিত এলাকার কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানে ‘গাজীপুর কিসমত দিশারী জনচেতনা সংঘ’ এবং ‘দণ্ডভুক্তি’ পত্রিকার যৌথ উদ্যোগে প্রকাশিত হল আঞ্চলিক ইতিহাসের গবেষক সন্তু জানা রচিত ও সম্পাদিত ‘গাজীপুর কিসমত’ গ্রামের ইতিহাস ।

নিজস্ব চিত্র

‘দণ্ডভুক্তি’ পত্রিকার সম্পাদক সন্তু জানা বলেন, ” ইতিহাস সমৃদ্ধ দাঁতনের প্রতিটি গ্রাম নিয়ে এবার থেকে কাজ করবে ‘দণ্ডভুক্তি’।নাম দেওয়া হয়েছে ‘দাঁতনের গ্রামের-কথা সিরিজ -১’ ।

এই প্রকল্পের প্রথম গ্রাম ‘গাজীপুর কিসমত’- এর ইতিহাস প্রকাশের মাধ্যমে আশা রাখি গ্রামের তরুণ প্রজন্মের কাছে গ্রামের ঋদ্ধ ইতিহাসের প্রতি ভালোবাসা ও গ্রামের মানুষের প্রতি সম্মানবোধ বৃদ্ধি পাবে ।”

গ্রামের ইতিহাস প্রকাশের সঙ্গে সঙ্গে এই গ্রামেই দৈবজ্ঞানে ভাগবতরূপে পূজিত হওয়া প্রায় ৬০০ বছরের প্রাচীন ওড়িয়া লিপিতে লিখিত তাল-পাতার পুঁথির কথা অথবা নিরলস ক্ষেত্র সমীক্ষার ফলে সংগৃহীত মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময়কালীন ফার্সি ও বাংলা ভাষায় লিখিত তাম্রমুদ্রা ‘এক পাই সিক্কা’-র কথা এই প্রথম দাঁতনের বৃহত্তর সমাজে প্রচারিত হল।

এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের বর্ষীয়ান চিন্তনশীল ব্যক্তি অরবিন্দ জানা এবং যতীন দাস তৎসহ অতনুনন্দন মাইতি, অরবিন্দ দাস প্রমুখ ।

২০০৭ সাল থেকে নিয়মিত কৃতী ছাত্র-ছাত্রী দের উৎসাহদানের কাজটি সযত্নে করে যাওয়া সংস্থাটির পক্ষ থেকে আনন্দ জানা,তরুণ দাশ এবং মানিক ভাট উপস্থিত গ্রামবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here