নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে অমানবিক ছবি ধরা পড়ল এদিন। এক মানসিক রোগীকে হাসপাতাল থেকে ঠেলে বের করে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে।সেই ছবি সোসাল মিডিয়াতে ভাইরাল।
রাজ্য স্তরের পুরস্কারপ্রাপ্ত বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের এই ছবি নিয়ে ইতিমধ্যেই হই চই শুরু হয়েছে।এমনটা হাসপাতালে হওয়া ঠিক নয় বললেন জেলার ডেপুটি সি এম ও এইচ ২ সুবর্ন গোস্বামি।তিনি বলেন ” ওই ব্যাক্তি কি ধরনের রোগী তা হাসপাতালের নিরাপত্তা রক্ষীর বোঝার কথা নয়।
এভাবে কোন রোগীকে হাসপাতাল থেকে বের করা যায় না।আমি ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।” সোমবার ও হাসপাতাল চত্ত্বরে ব্লাড ব্যাংকের সামনে বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন হাসপাতাল থেকে বের করে দেওয়া সেই ব্যক্তি।
সোমবার তাঁকে হাসপাতালে ভরতি করানো হয় ।হাসপাতাল সুপার বিদ্যুৎ ঘোষ জানান, মানবিক কারণেই তাঁকে ভরতি করানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584