শিলিগুড়িতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বাড়ি-গাড়ি

0
44

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

আজ শিলিগুড়ির হাকিম পাড়ার স্বামীজি সরণিতে বিধংসী আগুনে পুড়ে ছাই একটি বাড়ি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায়।

the house Burned in Devastating fire | newsfornt.co
ভস্মীভূত। নিজস্ব চিত্র

জানা গিয়েছে যে, এদিন সকালে স্থানীয়রা অচমাই আগুনের ধোঁয়া দেখতে পান। এই দেখে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন দমকলকে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির পাশে থাকা গাড়িটিও আগুনে ভস্মীভূত হয়ে যায়।

আরও পড়ুনঃ নারায়ণগড়ে আগুন লেগে ভস্মীভূত দোকান

অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। এরপর দমকল কর্মীদের ঘন্টাখানেকের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে যে ওই বাড়িতে খেলনার গোডাউন ছিল।লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব,দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার,পুরনিগমের ডেপুটি মেয়র রাম ভজন মাহতো। এর পাশাপাশি বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here