রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

রাত্রি ৯টা থেকে নিখোঁজ ছিল এক গৃহবধূ।পম্পা ঘোষ(৩৮) নামে ওই গৃহবধূকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন।কয়েক ঘন্টা পর রাত্রি ১টা নাগাদ ভান্ডেরা সন্যাসি তলার মাঠে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে।বাড়ি থেকে প্রায় ৫০০মিটার দূরে এই জায়গায় আত্মহত্যা নিয়ে দানা বাঁধছে রহস্য।এই ঘটনা পরিবারের পক্ষ থেকে জানান হয় কান্দি থানার পুলিশকে।

ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়।মৃত দেহের পাস থেকে উদ্ধার হয় একটি বিষের বোতল ও ভাঙা চুড়ি পাওয়া যায়।সেই সঙ্গে রক্তের ছোপ ও দেখা গেছে।কান্দী থানার পুলিশের কাছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেছে মিলন কুমার ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
আরও পড়ুনঃ অঙ্কে অকৃতকার্য,আত্মহত্যার চেষ্টা পড়ুয়ার


ঘটনার পরে পলাতক সে।জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী সঞ্জিত ঘোষকে আটক করেছে পুলিশ।মৃতের ছেলে চন্দ্রকান্ত ঘোষ অভিযোগ করেন দীর্ঘদিন ধরে মিলনের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল পম্পার।সেই থেকেই এই আত্মহত্যা বলে দাবি।সবশেষ বিচার্য এটি আদৌ আত্মহত্যা নাকি খুন সে বিষয়ে তদন্ত করতে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584