সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
গৃহবধূর রহস্য মৃত্যু।গলায় দাগ দেখে খুনের অভিযোগ মৃতার পরিবারের।নামখানা থানার নামখানা গ্রামে।শ্বাসরোধ করে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।মৃত গৃহবধূ প্রমীলা মাইতি(২৪)।
মৃতার দিদি প্রতিমা দাস জানান যে,টাকার জন্য চাপ দেওয়া হত বোনকে একইসাথে অভিযুক্তর চরিত্র নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
বছর ছয়েক আগে কাকদ্বীপের নাদাভাঙার বাসিন্দা বিকাশ মাইতি সেজো মেয়ে প্রমীলার বিয়ে হয় নামখানার বাসিন্দা জয়দেব গিরির সঙ্গে।জয়দেব পেশায় ব্যবসায়ী।পঞ্চাশ হাজার টাকা সঙ্গে সোনাদানা যৌতুক নিয়ে বিয়ে হয় বিকাশ বাবুর মেয়ে প্রমীলার।বিয়ের একমাস পর থেকে শুরু হয় অকথ্য অত্যাচার।যৌতুক আরও লাগবে দাবি তুলে নিয়মিত অত্যাচার করা হত মৃত গৃহবধূকে।এরই মাঝে সন্তান জন্ম দেয় প্রমীলা।স্বামী ছেলে শ্বাশুড়ি থাকতো প্রমীলার কাছে।শ্বশুর দুই ননদ থাকে কলকাতায়।
আরও পড়ুনঃ নাদনঘাটে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়
ঘটনার দিন মৃতার স্বামী জয়দেব ফোন করে প্রমীলার বাবা বিকাশ মাইতিকে এবং কান্নাকাটি করে।তারপর বিকাশ বাবুরা জানতে পারেন।অভিযুক্ত জয়দেব দ্বারস্থ হন,তৃণমূল ব্লক সভাপতি বনকুমার জানার কাছে।মৃত গৃহবধূর বাপের বাড়ির প্রতিবেশীরা সকলেই এই ঘটনায় শোকস্তব্ধ তারা অভিযুক্তর কঠোর শাস্তি চাই।অভিযুক্ত জয়দেবকে পুলিশ গ্রেফতার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584