নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
স্বামীর অবর্তমানে পারিবারিক বিবাদের জেরে গৃহবধূর গায়ে কেরোসিন তেল ঢেলে পুরিয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ভাসুর সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে।রবিবার রাতে কালিয়াচক থানার এলাকায় ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
পরিবার সুত্রে জানা গিয়েছে জখম গৃহবধূর নাম নূরবানু বিবি(৩০)। স্বামী আদিয়াল শেখ পেশায় ভিন রাজ্যের শ্রমিক।বর্তমানে দিল্লীতে শ্রমিকের কাজে রয়েছেন। প্রায় ১২বছর আগে প্রেম করে তাদের বিয়ে হয়। বর্তমানে পরিবারে রয়েছে চারটি কন্যা সন্তান।
আরও পড়ুনঃ মুখোমুখি সংঘর্ষে লরিতে আগুন,অগ্নিদগ্ধ হয়ে মৃত দুই চালক
নূরবানু বিবির বাবার বাড়ি ওই গ্রামেই।জানা গিয়েছে, নূরবানু বিবির সঙ্গে তার ভাসুর হাউল শেখের বাড়ি নিয়ে বিবাদ।স্বামী না থাকায় ভাসুর হাউল শেখ ও তার পরিবারের লোকেরা তাদের একটি ঘরের দখল নিতে চায়। এই গিয়ে গৃহবধূ কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করে।
পারিবারিক বিবাদের জেরে গৃহবধূ থানায় অভিযোগ করায় রবিবার রাতে অভিযুক্তরা তাকে মারধোর করে।এমনি সকলে মিলে তার শরীরে কেরসিন তেল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। চিৎকারে ছুটে আসে প্রতিবেশি ও বাবার বাড়ির লোকেরা।গৃহবধূকে উদ্ধার করতে গিয়ে জখম হয় তার এক ভাই।
তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্খাজনক থাকায় তাকে মালদা মেডিকেলে পাঠায়। গৃহবধূর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। ঘটনায় কালিযাচক থানায় অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584