সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
ইদ উপলক্ষে উপছে পড়া ভিড় বকখালিতে।বকখালির সমুদ্র সৈকতে গতকাল থেকে পর্যটকদের সংখ্যা চোখে পড়ার মতো।পর্যটকদের কথা মাথায় রেখে ফ্রেজারগঞ্জ কোষ্টাল,বকখালি পুলিশের সহযোগে নিরাপত্তা বাড়ানো হয়েছে সমুদ্রতটে।
নামখানা ব্লক ও ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের করা হয়েছে উদ্যোগে পার্কিং জোন।অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনের কড়া নজরদারি।পরিকাঠামো গত উন্নয়নের কারনে বকখালি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ নিরাপত্তার বেষ্টনীতে বর্ষবরণের উচ্ছ্বাস বকখালিতে
নামখানা ব্রিজ হয়ে যাওয়ার পর যাতায়াতের ক্ষেত্রেও অসুবিধা দূর হয়েছে।ফলে পর্যটকদের আনাগোনা বেরেছে অনেকটা।ফলে ইদের আনন্দ পরিবারের সাথে সমুদ্রের ধারে কাটাতে এসেছে আট থেকে আশি সব বয়সীরাই।
কেউ সুমদ্রের স্রোত গায়ে মেখে কেউবা পাড়ে বসে ঢেউ দেখে উপভোগ করছে।
এতো ভীড়ের মাঝেও মন খারাপ চিত্র গ্রাহক ব্যবসায়ীরা।স্মার্ট ফোনের দৌলতে তাদের ব্যাবসা মার খেয়েছে।ভীড় বাড়লেও তাদের মুখের হাসিতে কোথায় যেন কষ্ট জমে আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584