মায়ের মন্দিরে পায়ের ছাপ দেখতে ভিড় অগণিত জনগণের

0
71

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

‘মন্দিরে মায়ের আলতা পড়া পায়ের ছাপ’ দেখা গেছে খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য মানুষ ভিড় করেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের ১৯ নম্বর ওয়ার্ডের রসিকগঞ্জ এলাকার রক্ষাকালী মন্দিরে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

huge crowd in temple | newsfront.co
মন্দির দর্শনে ভিড় জন সাধারণের। নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রের খবর, বিষ্ণুপুর শহরের রসিকগঞ্জের রক্ষাকালীর মন্দিরটি বেশ পুরনো। এখানে নিত্য পুজো হয়। প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম হয় এখানে। মন্দিরে ‘মায়ের পায়ের ছাপ’ দেখা গেছে খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মভীরু মানুষেরা এই মন্দিরে ছুটে আসছেন। অতি উৎসাহীরা মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখছেন সেই পায়ের ছাপ।

আরও পড়ুনঃ সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ডায়মন্ড হারবারে যাত্রাপালার আয়োজন

বংশপরম্পরায় এই মন্দিরে পুজো করে আসা বুবাই পুরোহিত বলেন, “অন্যান্য দিনের মতো এ দিনও সন্ধ্যারতি করতে মন্দিরে আসি। প্রথমে সেভাবে কিছু নজরে আসেনি।” তবে সন্ধ্যারতি মন্দিরের মেঝেতে মায়ের পায়ের ছাপ দেখে তিনি ভয় পেয়ে যান। গত ১৩ বছর ধরে এখানে তিনি পুজো করলেও এই ঘটনার প্রথম দেখলেন দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তাঁর দাদু গোপাল পুরোহিত যখন পুজো করতেন তখন একবার এইরকম মায়ের পায়ের ছাপ দেখা গিয়েছিল।

এই খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য মানুষ রক্ষা কালী মন্দিরে ভিড় করছেন। ডিসেম্বরের শীতকে উপেক্ষা করে উৎসাহী মানুষের ভিড় বাড়ছে এখানে।

আরও পড়ুনঃ জলঙ্গী ব্লক কৃষি আধিকারিকের উদ্যোগে মৃত্যুকালীন দু’লক্ষ টাকার চেক বিতরণ

বিষ্ণুপুর বৈলাপাড়া থেকে আসা এক গৃহবধূ বলেন, খবরটা পাওয়ার পরই এখানে ছুটে এসেছি। এসে যা দেখলাম কালী মন্দির থেকে দুর্গা মন্দির পর্যন্ত মায়ের পায়ের ছাপ স্পষ্ট। এই ধরনের ঘটনার সাক্ষী থাকতে পেরে তার ভাল লাগছে বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here