পিয়ালী দাস,বীরভূমঃ
গত ২৪ ঘন্টা ধরে বীরভূম জেলার বিভিন্ন থানায় তল্লাশি অভিযান চালিয়ে বীরভূম জেলা পুলিশ উদ্ধার করল প্রচুর পরিমাণে বোমা,বোমা তৈরির মসলা,বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র।
বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রায় ৪৪৩ জন অপরাধীকে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ,এমনটাই দাবি বীরভূমের জেলা পুলিশ সুপারের।
বীরভূম জেলা পুলিশ সূত্রে যে তথ্য উঠে আসছে তা হল ২৬৮ টি ক্রুড বোম,১৮০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ৬৩০ টি ডিটোনেটর,১২৫ টি জিলেটিন স্টিক,এর মধ্যে রামপুরহাট থানায় এলাকাতেই ১০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সহ ৬০০ টি জিলেটিন স্টিক উদ্ধার হয়।
৭ টি অত্যাধুনিক সয়ংক্রিয় পিস্তল উদ্ধার করে পুলিশ।সদাইপুর,খয়রাশোল, দুবরাজপুর,নলহাটি,মুরারই,মাড়গ্রাম,থানা এলাকায় পিস্তল গুলো উদ্ধার করা সহ প্রত্যেক ক্ষেত্রে বে-আইনিভাবে পিস্তল রাখার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ মল্লারপুরে ক্লাব বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ক্লাবের কোষাধ্যক্ষ
বীরভূমের পুলিশ সুপার,শ্যাম সিং জানান, বীরভূম জুড়েই তল্লাশি অভিযান বিশেষ ভাবে চলছে।বীরভূম ঝাড়খন্ড সীমান্তবর্তী থানা এলাকা গুলোতে চলছে কড়া পুলিশি পাহারা।
আগামী দিনেও একই ভাবে এই তল্লাশি অভিযান জারি থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584