সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
বুলবুল ঘূর্ণিঝড়ের আতঙ্ক কাটেনি সুন্দরবনবাসির মধ্য। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর দক্ষিণ সুন্দরবনে এবার জলবাহিত রোগের প্রকোপে পড়েছে শিশু থেকে যুবক-যুবতী, পৌঢ়-পৌঢ়া থেকে বৃদ্ধ-বৃদ্ধারা। জল বাহিত রোগে আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার দ্বীপবাসী।
এলাকায় সরকারি ভাবে মেডিকেল প্রতিনিধি দল থাকলেও রোগ মুক্ত করতে পারছে না স্থানীয় প্রশাসন। জমা জলে যেমন জল বাহিত রোগের প্রকোপ বাড়ছে, তেমনই আতঙ্ক বাড়ছে ডায়রিয়া, ডেঙ্গু জ্বর, সর্দি-কাশি ও অন্যান্য রোগের। হাসপাতাল থেকে প্রাইভেট চেম্বারে এখন লম্বা লাইন রোগীদের।
আরও পড়ুনঃ বুলবুল আক্রান্ত পরিবারকে আর্থিক সাহায্য পরিবহণ মন্ত্রীর
দক্ষিণ সুন্দরবনের সাতটি ব্লকের প্রত্যেকটির গ্রাম পঞ্চায়েতের নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল ক্যাম্প করার পরে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে জল বাহিত রোগে ভর্তি হয়েছেন অনেক রোগীই।
বিষয়টি নিয়ে তদারকির আশ্বাস দিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। কাকদ্বীপে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে তৎপরতা দেখালেও আতঙ্ক কাটাতে পারছে না এলাকাবাসীর থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584