সুদীপ পাল,বর্ধমানঃ
খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রাম লাগোয়া আলিপুরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যু হওয়াকে কেন্দ্র করে এলাকায় নেমেছে শোকের ছায়া। মৃতের নাম শেখ কামরুল(৫২)।
ঘটনায় আরও আটজন জখম হয়েছেন।ওঁয়াড়ি গ্রাম সংলগ্ন কৈশরপাড়ার তৃণমূল কংগ্রেস কর্মীরা আলিপুরে বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকজনের উপর হামলা চালায় বলে অভিযোগ।
ঘটনার সময় একটি চায়ের দোকানে বসেছিলেন শেখ কামরুল।অভিযোগ শাসক দলের লোকজন লাঠিসোঁটা, রড এবং বাঁশ নিয়ে শেখ কামরুল সহ পাঁচজনকে বেধড়ক পেটায়।বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্রুত ভর্তি করানো হলেও হাসপাতালেই মারা যান শেখ কামরুল।
আরও পড়ুনঃ পথদুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু
নিহত শেখ কামরুল তৃণমূল কংগ্রেস করতেন।তিনি আদি তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ গোলাম মোস্তাফার অনুগামী ছিলেন বলে দাবি করা হচ্ছে। মৃতের বড় ভাই শেখ নাসের আলি বলছেন তাঁর ভাই দীর্ঘদিনের সিপিএম কর্মী।
যদিও মৃতের ভাইপো আরাফত আলি যিনি সক্রিয় তৃণমূল কর্মী, তিনি বলছেন, কাকা তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী করতেন। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম এবং বিধায়ক নবীনচন্দ্র বাগ অবশ্য বলছেন, নিহত ব্যক্তি সিপিএম করতেন। সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন,নিহত ব্যক্তি আমাদের দলের কর্মী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584