নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শেষ পর্যন্ত হাতি ও চিতাবাঘের ক্রসিং জোন হিসেবে চিহ্নিত করা হল তাসাটি চা বাগান ও দলগাঁও চা বাগান এলাকার আংশিক জায়গাটিকে। দুই চা বাগানের মধ্য দিয়ে চলে গিয়েছে ১৭ নং জাতীয় সড়ক।
বিগত কয়েকমাস ধরেই এই এলাকায় হাতি ও চিতাবাঘের আনাগোনা আশ্চর্য ভাবে বেশি হয়েছে। এ কারণে বন দফতর থেকে এই এলাকাকে হাতি ও চিতাবাঘের ক্রসিং জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রাস্তার দু’ধারে বসানো হয়েছে বোর্ড। এলাকার মানুষের কাছে এই এলাকা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ বন্ধুকে গাড়িতে তুলতে গিয়ে নিখোঁজ যুবক
তবে, বন দফতর সূত্রে জানানো হয়েছে, ভয়ের কোনও কারণ নেই, হাতি ও চিতাবাঘ জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে জাতীয় সড়ক পাড় হয়ে দলগাঁও এর জঙ্গলে প্রবেশ করে মাঝে মধ্যেই। তাই এই এলাকাকে বন্য জীবজন্তুর ক্রসিং জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পথচলতি বাইক, চারচাকা ও ভারি যানবাহন যাতে তাদের নির্দিষ্ট গতিতে চলে বা গতি নিয়ন্ত্রণ করে, সে জন্য রাস্তার পাশে পোষ্টার লাগানো হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকবার বন্য প্রাণীর সাথে মানুষের সংঘাত হয়েছে, গিয়েছে প্রাণ।
বেশ কয়েকবার গাড়ির ধাক্কায় চিতাবাঘ জখম হয়েছে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়েই বোর্ড লাগানো হয়েছে। এলাকার জনগণকে অযথা আতঙ্ক হতে না বলেছে বন দফতরের আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584