পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুরের জেলার রায়গঞ্জ শহরের মাঝ বরাবর ৩৪ নং জাতীয় সড়ককের রাস্তার দু’ধারের নয়ানজুলিগুলি গত ক’বছরে একের পর এক ভরাট করা হচ্ছে।এতে বর্ষার সময়ে জল বেরতে না পেরে জাতীয় সড়কের দু’ধারের ওয়ার্ডগুলি ভাসছে।এবার বর্ষাতেও বাসিন্দাদের একই সমস্যার মুখে পড়তে হবে।এভাবে নয়ানজুলি ভরাট হওয়ায় বিপাকে পড়েছে রায়গঞ্জ পুরকর্তৃপক্ষও।

সাধারন মানুষের বক্তব্য নয়ানজুলি ভরাট করে বাড়িঘর তৈরি হওয়ায় ওই জায়গাগুলি বিপজ্জনক হয়ে আছে।নয়নজুলিগুলি একের পর এক ভর্তি করায় এলাকায় জল বের হবার রাস্তা বন্ধ হয়ে পড়েছে ফলে বর্ষাতেও সমস্যার পড়তে হচ্ছে তাদের।
তবে এসব বেআইনি কাজ রুখতে আগেই পুরসভাকে পদক্ষেপ করতে হতো, এমনটাই দাবি পরিবেশপ্রেমী থেকে সাধারণ মানুষের।
আরও পড়ুনঃ চলছে অবৈধ বালি উত্তোলন,নির্বিকার প্রশাসন
স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ যে,শহরের বুকে এই বিশাল জলা জমি ভরাট শুরু হলেও ভুমি ও ভুমিসংস্কার দফতর থেকে আজ পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহন করেনি।রায়গঞ্জ পুরসভার কয়েকটি ওয়ার্ড রয়েছে।নয়ানজুলি ভরাটের কারণে গত কয়েকবছর ধরে ওই অংশের ওয়ার্ডের ভিতরে জল জমে যাচ্ছে।
রায়গঞ্জ পুরসভা সূত্রে জানা যায়,কিছু অসাধু লোকজন জাতীয় সড়কের পাশের নয়ানজুলি অবৈধভাবে ভরাট করে দিচ্ছে।পরে তারা বিক্রি করে দিচ্ছে।নিকাশি নালার জন্য হিউম পাইপ বসানোর পরিকল্পনা নিলেও এখন যা পরিস্থিতি তাতে কাজ করা যাবে না।বিকল্প কিছু ভাবা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584