তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়।কাজ করবার মানসিকতা যদি থাকে তাহলে কোন বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারেনা।আর সেই প্রবল ইচ্ছাশক্তি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডঃঅনিল ভুঁইমালির মধ্যে থাকায় মাত্র চারবছর বয়সি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের আর সব বিশ্ববিদ্যালয়কে পিছে ফেলে সামনের দিকে এগিয়ে যাবার লক্ষ্যে বদ্ধপরিকর।
বিগত মাত্র চার বছরে একটি বিষ কোন জাদু বলে উন্নয়নের শিখরে যেতে পারে এসব খোঁজ খবর নিতে বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনিল ভূঁইমালির দপ্তরে হাজির হই।পরিচয় পর্ব মিটে যাবার পর উপাচার্যের কাছে আমার প্রশ্ন ছিল কি এমন জাদু আপনার কাছে আছে যা দিয়ে মাত্র চার বছরের একটি শিশুকে শিক্ষার মত একটি বিশাল অঙ্গনে রায়গঞ্জ কলেজ থেকে পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে সেখানে একের পর এক সার্বিক উন্নয়নের দোড় গোড়ায় এগিয়ে চলেছেন?
এই প্রশ্নের উত্তরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনিল ভূঁইমালি বলেন
অতি দ্রুত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন করবার দায়িত্ব আমার উপরে পড়ায় আমি সে দায়িত্ব সবার সহযোগীতায় করবার চেষ্টা করে যাচ্ছি।
রাজ্য সরকার সব সময়ের জন্য সবরকম ভাবে সহযোগিতা করে যাচ্ছে।ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন দ্রুত হচ্ছে এটা বলার অপেক্ষা রাখেনা।তিনি বলেন সবার আগে প্রয়োজন সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন।আমরা সেই কাজটা দ্রুত করেছি এবং প্রতিনিয়ত করে যাচ্ছি যাতে আমাদের এই এলাকার ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন রকম অসুবিধা সৃষ্টি না হয়।
ডঃ ভুইমালি বলেন একটি বিশ্ববিদ্যালয়ের বিরাট ক্ষমতা রয়েছে সেই পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন করার ক্ষেত্রে।
যেমন উত্তর দিনাজপুর জেলা কৃষি ভিত্তিকের সাথে সাথে এই জেলায় প্রচুর পরিমানে পুকুর আছে।তাই আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে কৃষি ও মৎস্য বিষয়ের উপর
পড়াশোনা শুরু করতে চলেছি।
এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার আর্থ সামাজিক পরিবর্তন ঘটানো যায় সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584